spot_img

― Advertisement ―

spot_img

উপাচার্যের আশ্বাসে অনশন ভাঙলেন বেরোবি শিক্ষার্থীরা

বেরোবি প্রতিনিধি: ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে আমরণ অনশন করা শিক্ষার্থীরা অবশেষে উপাচার্যের আশ্বাসে অনশন ভেঙেছেন।বুধবার (১৯ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে রংপুরের বেগম...
প্রচ্ছদশিক্ষা ও শিক্ষাঙ্গনক্যাম্পাসজবি উপাচার্য থেকে অনুদান পেলেন চিকিৎসারত শিক্ষার্থী

জবি উপাচার্য থেকে অনুদান পেলেন চিকিৎসারত শিক্ষার্থী

জবি প্রতিনিধি,

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইআর) ৫ম ব্যাচের  অন্তু রানী হালদার নামের এক শিক্ষার্থীকে চিকিৎসার জন্য এক লক্ষ টাকা উপাচার্যের ব্যক্তিগত তহবিল থেকে অনুদান প্রদান করেছেন।

বৃহস্পতিবার(২১ মার্চ) চিকিৎসারত শিক্ষার্থী অন্তু রাণী হালদারের মায়ের নিকট এক লক্ষ টাকা হস্তান্তর করেন উপাচার্য ড.সাদেকা হালিম।

এসময় উপস্থিত ছিলেন শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইআর) পরিচালক অধ্যাপক ড. মনিরা জাহান।

প্রসঙ্গত, গত ১৭ জানুয়ারি মুন্সীগঞ্জের বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে এক মোটরসাইকেল দুর্ঘটনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রাণ রসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী অভিজিৎ হালদার অভি (২৫) নিহত হয়। এসময় তার সঙ্গে থাকা অন্তু রাণী গুরুতর আহত হন। অন্তু ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন আছেন।