মোঃ আবু বকর সিদ্দিক, জাবি প্রতিনিধিঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যত্রতত্র গাছ কেটে ভবন নির্মাণের প্রতিবাদে মানববন্ধন করেছে প্রগতিশীল শিক্ষার্থীরা। এসময় দ্রুত মাস্টারপ্ল্যান প্রণয়নের দাবি জানান তারা।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বেলা দুইটায় বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনার সংলগ্ন সড়কে এ মানববন্ধন করে অবিলম্বে মাস্টারপ্ল্যান প্রণয়নের দাবি জানান তারা।
উদ্ভিদবিজ্ঞান বিভাগের জাহিদুল ইসলাম ইমনের সঞ্চালনায় বাংলা বিভাগের শিক্ষার্থী আ র ক রাসেল বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রাকৃতিক পরিবেশ ধব্বংস করে বিগত প্রশাসন একের পর এক অপরিকল্পিত ভবন নির্মাণ করেছে। নিয়ম-নীতির তোয়াক্কা না করে ভবন নির্মাণ করায় পরিবেশের উপর বিরূপ প্রভাব পড়েছে। আমরা চাই, বর্তমান প্রশাসন মাস্টারপ্ল্যান প্রণয়ন করে প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণের মাধ্যমে প্রাণ-প্রকৃতি রক্ষায় উদ্যোগী হবে।
নাটক ও নাট্যত্ত্ব বিভাগের শিক্ষার্থী সোহাগী সামিয়া বলেন, আমরা ভবন নির্মাণে বিপক্ষে নই। আমরা চাই ক্লাশরুম সঙ্কট দূর হোক, গবেষণার জায়গা বৃদ্ধি পাক। কিন্তু বিশ্বদ্যালয় প্রশাসন প্রাণ-প্রকৃতি ধবংস করে সঠিক পরিকল্পনা ছাড়াই ভবন তৈরি করছে, আমরা সেটির বিপক্ষে। লেকগুলোতে পানি না থাকায় এখন আর অতিথি পাখি আসছে না। শিক্ষার্থীদের জন্য সুস্থ পরিবেশ নিশ্চিত করতে মাস্টারপ্ল্যান প্রণয়নের বিকল্প নেই।
আরও পড়ুনঃ ঘূর্ণিঝড় দানা’র প্রভাবে আন্তর্জাতিক নৌ মহড়ার জেটি দ্বিখণ্ডিত
নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের ৪৬তম ব্যাচের শিক্ষার্থী কনোজ কান্তি রায় বলেন, আমরা এখানে যেমন প্রাকৃতিক পরিবেশ পেয়েছিলাম ৫৩ ব্যাচ সেটি পায়নি। শিক্ষার্থীদের আপত্তি সত্ত্বেও বিগত কয়েক বছরে একের পর এক বন উজাড় করে ফেলায় এখানে পরিবেশ বিপর্যয় ঘটেছে। এভাবে চলতে থাকলে জাহাঙ্গীরনগরে সবুজ গাছপালার পরিবর্তে ইট-পাথরের জঞ্জালে পরিণত হবে। মাস্টারপ্ল্যান ছাড়া আর কোনো নতুন ভবন আমরা হতে দেবো না।