spot_img

― Advertisement ―

spot_img

ইবিতে শিক্ষার্থীদের জন্য লোকাল বাসে হাফ ভাড়ার সিদ্ধান্ত

তানিম তানভীর, ইবি প্রতিনিধিঃ কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য লোকাল বাসে হাফ ভাড়া কার্যকরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।রবিবার বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয় প্রশাসন, বৈষম্যবিরোধী...
প্রচ্ছদশিক্ষা ও শিক্ষাঙ্গনক্যাম্পাসইবির স্পোর্টস সায়েন্স বিভাগের সভাপতি ড. শরফরাজ নওয়াজ

ইবির স্পোর্টস সায়েন্স বিভাগের সভাপতি ড. শরফরাজ নওয়াজ

তানিম তানভীর, ইবি প্রতিনিধিঃ ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস সায়েন্স বিভাগের সভাপতি হিসেবে ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. এ এস এম শরফরাজ নওয়াজ নিয়োগ পেয়েছেন। আজ থেকে পুনরাদেশ না দেয়া পর্যন্ত উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ তাদের এ পদে নিয়োগ দিয়েছেন।

সোমবার (২৮ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান স্বাক্ষরিত আদেশে এ তথ্য জানা যায়।

আদেশ সূত্রে জানা যায়, ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস সায়েন্স বিভাগের সভাপতি হিসেবে অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. দেবাশীষ শর্মার স্থলাভিষিক্ত হয়েছেন ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. এ এস এম শরফরাজ নওয়াজ। এ দায়িত্ব পালনের জন্য তিনি নিয়ম অনুযায়ী সুযোগ সুবিধা পাবেন।

আরও পড়ুনঃ ছাত্র উপদেষ্টার বরাতে ভিসির সাথে দেখা করার নির্দেশ

নবনিযুক্ত সভাপতি অধ্যাপক ড. এ এস এম শরফরাজ নওয়াজ নতুন দায়িত্ব যথাযথ পালন করার চেষ্টা করবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন।

উল্লেখ্য, দীর্ঘদিন এক নিষ্ঠা ও আন্তরিকতার সাথে ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস সায়েন্স বিভাগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করায় অধ্যাপক ড. দেবাশীষ শর্মাকে ধন্যবাদ জ্ঞাপন করেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।