মহিউছ ছায়েদ, নিজস্ব প্রতিনিধিঃ
ঢাকা বিশ্ববিদ্যালয়স্থ(ঢাবি) বগুড়ার শিক্ষার্থীদের সংগঠন বগুড়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন, ঢাকা বিশ্ববিদ্যালয়-এর ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২২ মার্চ) বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ক্যাফেটেরিয়াতে এই ইফতার আয়োজন করা হয়। এতে জেলার ১২টি উপজেলা থেকে প্রায় ৭০০ শিক্ষার্থী অংশ নেন।
এসময় ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য রাগেবুল আহসান রিপু, বগুড়া স্টুডেন্টস’ অ্যাসোসিয়েশনের প্রধান পৃষ্ঠপোষক আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি ম. আব্দুর রাজ্জাক, বৃহত্তর বগুড়া সমিতির সভাপতি ও ন্যাশনাল এগ্রিকেয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক কে এস এম মোস্তাফিজুর রহমান শ্যামল।
অনুষ্ঠানে বগুড়া স্টুডেন্টস’অ্যাসোসিয়েশন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি আব্দুল কাবির বলেন, গৌরবময় ইতিহাস, তারুণ্যের শাণিত মেধায় এগিয়ে যাবে আমাদের প্রাণের বগুড়া। এই স্লোগানকে আঁকড়ে ধরে বগুড়ার শিক্ষার্থীদের সাথে নিয়ে গড়ে ওঠা এই সংগঠন আজ পূর্ণতার দ্বারপ্রান্তে। আপনাদের ভালোবাসা আজ আমাদের একসাথে হওয়ার প্রেরণা জোগায়।
আরও পড়ুনঃ বিদেশি শিক্ষার্থীদের নিয়ে গবিসাসের ইফতার আয়োজন
সাধারণ সম্পাদক সাদমান সৌমিক বলেন, আমরা বগুড়ার ছেলেমেয়েরা যে সব সময় সকলের পাশে থাকার জন্য বদ্ধ-পরিকর তা আজ আপনাদের উপস্থিতিই প্রমাণ করেছে। বগুড়া স্টুডেন্টস’ অ্যাসোসিয়েশন মনে করে, বগুড়ার প্রত্যেকটি ছাত্র-ছাত্রী যেমন তাদের মেধা-মননে সবার থেকে এগিয়ে থাকে ঠিক তেমনি তারা তাদের নীড়কেও সেভাবেই কাছে টানে। আজকের যে প্রোগ্রাম সফল হয়েছে তা আপনাদের জন্যই সম্ভব হয়েছে। সবার কাছে উদাত্ত আহ্বান থাকবে। আমরা একে অপরের পাশাপাশি থেকে নিজেকে এবং বগুড়াকে ৫৬ হাজার বর্গমাইলের এই ভূখণ্ডে সর্বদা উচিয়ে ধরবো।