spot_img

― Advertisement ―

spot_img

আগামী ত্রয়োদশ নির্বাচনে ধানের শীষের টিকিটে লড়তে প্রস্তুত রাজশাহীর রমেশ দত্ত ও বিশ্বনাথ সরকার

পাভেল ইসলাম মিমুল, নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহীতে বিএনপির ধানের শীষের সম্ভাব্য প্রার্থীদের মধ্যে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট ও সনাতনী...
প্রচ্ছদশিক্ষা ও শিক্ষাঙ্গনক্যাম্পাসশ্যামা পূজা উপলক্ষে বেরোবিতে দীপাবলির আয়োজন

শ্যামা পূজা উপলক্ষে বেরোবিতে দীপাবলির আয়োজন

আল হুমায়রা জান্নাতি, বেরোবি প্রতিনিধিঃ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় (অস্থায়ী) মন্দিরে দীপাবলি উদযাপিত হয়েছে। বর্ণিল এ আয়োজনে বিশ্ববিদ্যালয়ের সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীরা অংশ নেন। সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব দীপাবলি।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর ) সন্ধায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় (অস্থায়ী) মন্দির থেকে একটি মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। সেটি বিশ্ববিদ্যালয় গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মন্দিরের সামনে এসে শেষ হয়।

এসময় প্রসাদ বিতরণ, আরতি, ধর্মীয় সংগীত, আলোকসজ্জাসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। একই সাথে মিডিয়া চত্ত্বরের সামনে প্রদীপ জ্বেলে, আতশবাজি ও ফানুশ উড়িয়ে উৎসবটি উদযাপন করেন শিক্ষার্থীরা।

আরও পড়ুনঃ বাংলাদেশের রাজনীতিতে বিকল্প শক্তি হয়ে উঠছে গণঅধিকার পরিষদ: ভিপি নূর

ইংরেজি বিভাগের শিক্ষার্থী পঙ্কজ রায় বলেন, আজকে আমরা যে প্রদীপ প্রজ্বলন করলাম সেটির মাধ্যমে যাতে জগতের যত আঁধার আছে সেটি যেন কেটে যায় এবং জগতের সকলের মাঝে যেন শান্তি বিরাজ করে। তারই বার্তা মূলত প্রদীপ প্রজ্বলন। আমরা সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীরা চার দিন থেকে এই প্রস্তুতি নিয়েছি। কোন অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়াই আমরা সেটি সুষ্ঠুভাবে পালন করছি।