spot_img

― Advertisement ―

spot_img

ইবির অফিসিয়াল ফেসবুক পেইজের উদ্বোধন, ভুয়া পেইজে বন্ধে হুঁশিয়ারি

তানিম তানভীর, ইবি প্রতিনিধিঃ ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) অফিসিয়াল ফেসবুক পেইজ চালু করা হয়েছে। সোমবার (১৮ আগস্ট) দুপুরে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ তার...
প্রচ্ছদশিক্ষা ও শিক্ষাঙ্গনক্যাম্পাসইবি শিক্ষার্থীর উপর হামলার ঘটনায় মানববন্ধন

ইবি শিক্ষার্থীর উপর হামলার ঘটনায় মানববন্ধন

তানিম তানভীর, ইবি প্রতিনিধিঃ ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) এক শিক্ষার্থীর উপর দুর্বৃত্তের হামলার ঘটনার প্রতিবাদে ও হামলাকারীদের দ্রুত বিচার দাবিতে মানববন্ধন করেছে  শিক্ষার্থীরা। ভুক্তোভোগী বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের ২০১৮-১৯ বর্ষের শিক্ষার্থী মশিউর রহমান।

শুক্রবার (১ নভেম্বর) বিকাল পাঁচটায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে এ মানববন্ধনে অংশগ্রহণ করে তারা।

মানববন্ধনে শিক্ষার্থীরা- মশিউর হাসপাতালে, সন্ত্রাসী বাহিরে কেন?’, ‘সন্ত্রাসী হামলার দ্রুত বিচার চাই’, ‘মুশিউরের উপর হামলা কেন, প্রশাসন জবাব চাই’, স্বাধীন দেশে রক্ত কেন?’, ‘‘ঝিনাইদহ ও কুষ্টিয়ায় অবস্থানরত শিক্ষার্থীদের নিরাপত্তা বাস্তবায়ন করতে হবে’সহ বিভিন্ন লেখা সম্বলিত প্ল্যা-কার্ড প্রদর্শন করতে দেখা যায়।

মশিউরের উপর সংঘটিত সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মানববন্ধনে বক্তারা বলেন, মশিউরের উপর হামলাকারীদের দ্রুত চিহ্নিত করে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। বিচার কাজে কোনো রকম দীর্ঘসূত্রিতা দেখা দিলে বা অল্প সময়ের মধ্যে যদি হামলাকারীদের গ্রেফতার করা না হয় তাহলে আমরা দুর্বার আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে।

আরও পড়ুনঃ ‘বরেন্দ্র অঞ্চলের খাল-বিলের পানি কৃষিকাজ ও জীব-বৈচিত্রে ইতিবাচক প্রভাব ফেলবে’

তারা আরও বলেন, মশিউর আর্থিকভাবে অস্বচ্ছল পরিবারের সন্তান। তাই তারা মশিউর সুস্থ হওয়া বিশ্ববিদ্যালয় প্রশাসনকে তার চিকিৎসা সকল ব্যয়ভার গ্রহণ করার দাবি জানান। এছাড়া তাকে আইনি সহায়তা প্রদানে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বাদী হয়ে ঝিনাইদহ থানায় জিডি করারও দাবি জানান তারা।

প্রসঙ্গত, গতক ৩১ অক্টোবর রাতে টিউশনি থেকে ফেরার পথে ঝিনাইদহের আরাপপুরে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। বর্তমানে ভুক্তভোগী ওই শিক্ষার্থী গুরুতর আহত অবস্থায় ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।