মোঃ আবু বকর সিদ্দিক, জাবি প্রতিনিধিঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) সেচ্ছাসেবী সংগঠন ‘লাল সবুজ উন্নয়ন সংঘ’ এর উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে শিক্ষার্থীরা।
শনিবার (২ নভেম্বর) বিকালে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় সংগঠনটির জাবি টিমের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট লাগানো হয়েছে।
সম্প্রতি ডেঙ্গুর প্রকোপ বেড়ে যাওয়ায় পুরো সমাজ আতঙ্কিত। এজন্য অনলাইনে সচেতনতামূলক প্রচারণা যেমন ডেঙ্গুর পরিবর্তিত ভ্যারিয়েন্ট, ধরন, লক্ষণ, প্রতিরোধের উপায় এসব নিয়ে সাধারণ জনগণকে সচেতন করছেন তারা।
আরও পড়ুনঃ শ্রেণিকক্ষ বরাদ্দ নিয়ে ইবিতে পাল্টাপাল্টি আন্দোলন
এ বিষয়ে ‘লাল সবুজ উন্নয়ন সংঘ’ ঢাকা জেলা শাখার সভাপতি এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জিয়া উদ্দিন আয়ান বলেন, ডেঙ্গু প্রকোপ বেড়েই চলছে। কয়েক মাসে প্রায় ৩০০ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন এবং ১৬ হাজার রোগী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে আছেন। ডেঙ্গু প্রতিরোধে অনলাইনে সচেতনতামূলক ক্যাম্পেইন করেছি এবং লিফলেট লাগিয়েছি। পরবর্তী পদক্ষেপ হিসেবে আমরা ভিডিওগ্রাফি তৈরির মাধ্যমে জনগণের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা তৈরির কাজ করব।