spot_img

― Advertisement ―

spot_img

ইবিতে শিক্ষার্থীদের জন্য লোকাল বাসে হাফ ভাড়ার সিদ্ধান্ত

তানিম তানভীর, ইবি প্রতিনিধিঃ কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য লোকাল বাসে হাফ ভাড়া কার্যকরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।রবিবার বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয় প্রশাসন, বৈষম্যবিরোধী...
প্রচ্ছদশিক্ষা ও শিক্ষাঙ্গনক্যাম্পাসইবিতে ক্যাফেটারিয়া চালুসহ ৪দাবিতে সিওয়াইবি'র স্মারকলিপি

ইবিতে ক্যাফেটারিয়া চালুসহ ৪দাবিতে সিওয়াইবি’র স্মারকলিপি

তানিম তানভীর, ইবি প্রতিনিধিঃ ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ক্যাফেটারিয়া চালুসহ খাদ্য ও পণ্য সংক্রান্ত জটিলতা নিরসণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য ৪দফা দাবি নিয়ে স্মারকলিপি প্রদান করেছেন কনজ্যুমার ইয়ুথ বাংলাদেশ (সিওয়াইবি) ইবি শাখা। রবিবার (১০ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর সংগঠনের সভাপতি স্বাক্ষরিত এ স্মারকলিপি প্রদান করে সংগঠনটি।

স্মারকলিপিতে প্রতিনিয়ত হলের এবং ক্যাম্পাসের বিভিন্ন খাবার হোটেলগুলোর পরিচ্ছন্নতা ও খাবারের মান নিয়ে শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যার কথা উল্লেখ করে তা সমাধানের জন্য ৪দফা উত্থাপন করে। দফাগুলো হলো-
অনতিবিলম্বে ক্যাফেটেরিয়া চালু এবং ক্যাফেটেরিয়ায় সূলভ মূল্যে খাদ্য পরিবেশনা করতে হবে। হল গুলোর ডাইনিং ও রান্নার স্থানে এবং হলের বাইরের দোকানগুলোতে পরিছন্ন পরিবেশ নিশ্চিত করতে হবে।

এছাড়াও ক্যাম্পাসের অভ্যন্তরে যথাযথ ভাবে মোড়ককৃত পণ্য বিক্রি নিশ্চিত করতে হবে। মোড়কে অবশ্যই পণ্যের দাম, মেয়াদ, মূল্য ও উপাদান উল্লেখ করতে হবে এবং খাবারের মান বজায় রাখতে সিওয়াইবির সাথে নিয়মিত হলের ডায়নিং, খাবারের দোকান, ক্যাফেটারিয়া মনিটরিং করতে হবে।

আরও পড়ুনঃ রাজশাহীর সাবেক মেয়রের ব্যক্তিগত সহকারীসহ ২৪জন আটক 

স্মারকলিপি প্রদানকালে প্রক্টর অফিসে উপস্থিত ছিলেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান, দপ্তর সম্পাদক ত্বকী ওয়াসীফ, সহ- অর্থ সম্পাদক রউফুল্লাহ খান, সহ ভোক্তা অধিকার সম্পাদক সুমন মিয়া ও সাধারণ সদস্যবৃন্দ।