spot_img

― Advertisement ―

spot_img

রিটকারীকে ধর্ষণের হুমকি, শিবিরের বিরুদ্ধে ইবি ছাত্রদলের বিক্ষোভ

তানিম তানভীর, ইবি প্রতিনিধিঃ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের এক নারী প্রার্থীকে ধর্ষণের হুমকির ঘটনায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়...
প্রচ্ছদশিক্ষা ও শিক্ষাঙ্গনক্যাম্পাসইবির জীব বিজ্ঞান অনুষদের ডিন ড. বাবলী

ইবির জীব বিজ্ঞান অনুষদের ডিন ড. বাবলী

তানিম তানভীর, ইবি প্রতিনিধিঃ ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) জীব বিজ্ঞান অনুষদের ডিন হিসেবে ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের অধ্যাপক ড. বাবলী সাবিনা আজহার নিয়োগ পেয়েছেন। শনিবার (১৬ নভেম্বর) নবনিযুক্ত ডিন নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ২ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানা যায়।

আদেশ সূত্রে, জীব বিজ্ঞান অনুষদের ডিন হিসেবে
বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. রেজওয়ানুল ইসলামের স্থলাভিষিক্ত হয়েছেন ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের অধ্যাপক ড. বাবলী সাবিনা আজহার।

আরও পড়ুনঃ ইবির দুই অনুষদের নতুন ডিন নিয়োগ

জানা যায়, ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন ১৯৮০ (সংশোধিত আইন ২০১০)এর ২৩ (৪) ধারা মোতাবেক উপাচার্য অধ্যাপক ড. নকীব এম নসরুল্লাহ আগামী দুই বছরের জন্য তাকে এ পদে নিয়োগদান করেছেন। অতিরিক্ত এ দায়িত্ব পালনের জন্য তিনটা  নিয়মানুযায়ী সুযোগ সুবিধা পাবেন।

নবনিযুক্ত জীব বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. বাবলী সাবিনা আজহার বলেন, ‘নতুন দায়িত্ব পেয়েছি। প্রত্যেক বিভাগের সমান সুযোগ সুবিধা নিশ্চিত করার চেষ্টা করবো। এক্ষেত্রে আমার  যতটুকু এখতিয়ার আছে তার সবটুকুর যথাযথ ব্যবহার করে অগ্রসর হবো।