মোছাঃ আল হুমায়রা জান্নাতি, বেরোবি প্রতিনিধিঃ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলায় সাবেক প্রক্টর শরিফুল ইসলামের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার (১৯ নভেম্বর) মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২ এর বিচারক আসাদুজ্জামান এই রিমান্ড আদেশ দেন। এর আগে, পাঁচ দিনের রিমান্ড চেয়ে তাকে কঠোর নিরাপত্তার মধ্যে আদালতে হাজির করা হয়।
পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) জানায়, সোমবার দিবাগত রাতে নগরীর আলমনগর এলাকা থেকে শরিফুল ইসলামকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, গত ১৬ জুলাই বিশ্ববিদ্যালয়ের গেটে বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের সময় পুলিশের গুলিতে আবু সাইদ নিহত হলে শরিফুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত থেকে পুলিশকে গুলি চালাতে নির্দেশ দেন।
আরও পড়ুনঃ কেন্দুয়ায় ‘বড় হবো আমরা, বড় হবে দেশ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
আবু সাইদ হত্যাকাণ্ডে নতুন সাতজনের নাম সংযুক্ত হওয়ায় আদালত পিবিআইকে তাদের বিষয়ে তদন্তের নির্দেশ দিয়েছে। সাবেক প্রক্টরকে গ্রেফতারের প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পিবিআই অফিসে অবস্থান কর্মসূচি পালন করেছেন।