মোঃ আবু বকর সিদ্দিক, জাবি প্রতিনিধিঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) রিকশা দুর্ঘটনায় শিক্ষার্থী আফসানা করিমের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় উদ্ভূত পরিস্থিতি সামাল দিতে প্রশাসন তাৎক্ষণিক শাস্তিমূলক ও সাংগঠনিক পদক্ষেপ গ্রহণ করেছে।
বিশ্ববিদ্যালয়ের একটি অফিস আদেশে জানানো হয়, এস্টেট অফিসের উপ-রেজিস্ট্রার (এমেইট-১) আব্দুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তার স্থলে পরিবহন অফিসের উপ-রেজিস্ট্রার মোহাম্মদ আবুল কাশেমকে সাময়িকভাবে এস্টেট অফিসের দায়িত্ব দেওয়া হয়েছে।
শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন আজ বুধবার (২০ নভেম্বর) সকাল ৬টা থেকে এক দিনের শোক দিবস পালন করবে এবং এ উপলক্ষে সকল ক্লাস ও পরীক্ষা বন্ধ ঘোষণা করা হয়েছে।
প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক সোহেল আহমেদ বলেন, “আমরা শিক্ষার্থীদের দাবি মেনে নিয়েছি। আজকের দিনটিকে শোক দিবস হিসেবে পালন করা হচ্ছে। পাশাপাশি প্রশাসনিক কার্যক্রমেও শৃঙ্খলা আনতে উদ্যোগ নেওয়া হয়েছে।”
আরও পড়ুনঃ বীরগঞ্জের পল্লীতে বসতবাড়ি ভাংচুর-লুটপাট ও অগ্নিসংযোগ, আহত-৭
এ ঘটনার পর ক্যাম্পাসজুড়ে নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন আরও পদক্ষেপ গ্রহণের কথা জানিয়েছে। শিক্ষার্থীরা নিরাপদ ক্যাম্পাসের জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণের দাবি জানাচ্ছে।