spot_img

― Advertisement ―

spot_img

ইবিতে শিক্ষার্থীদের জন্য লোকাল বাসে হাফ ভাড়ার সিদ্ধান্ত

তানিম তানভীর, ইবি প্রতিনিধিঃ কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য লোকাল বাসে হাফ ভাড়া কার্যকরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।রবিবার বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয় প্রশাসন, বৈষম্যবিরোধী...
প্রচ্ছদশিক্ষা ও শিক্ষাঙ্গনক্যাম্পাসইবিতে ছাত্র ইউনিয়নের দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

ইবিতে ছাত্র ইউনিয়নের দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

তানিম তানভীর, ইবি প্রতিনিধিঃ বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সংসদের উদ্যোগে দিনব্যাপী সাংগঠনিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসিসি করিডোরে এই কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালায় সভাপতিত্ব করেন ইবি ছাত্র ইউনিয়নের সভাপতি মাহমুদুল হাসান। আলোচনায় অংশ নেন রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি এস এম চন্দন, ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক সাইফুল ইসলাম, ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধ্যাপক ড. বশির আহমেদ, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি ঝিনাইদহ শাখার সাধারণ সম্পাদক স্বপন বাগচী, এবং উদীচী শিল্পীগোষ্ঠীর ঝিনাইদহ জেলা শাখার সভাপতি কে এম শরীফ।

এছাড়া ইবি ছাত্র ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক এস এম সুইটসহ সংগঠনের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন। কর্মশালাটি সঞ্চালনা করেন ইবি ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক নুর আলম।

কর্মশালায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থান পূর্ব ও পরবর্তী ছাত্র রাজনীতি, ছাত্র ইউনিয়নের ইতিহাস ও ঐতিহ্য, এবং সমসাময়িক শিক্ষা ও অর্থনীতি নিয়ে আলোচনা করেন।

আরও পড়ুনঃ স্বতন্ত্রভাবে ভর্তি পরীক্ষা নিবে জবি

কর্মশালার আগে জাতীয় ও গণসংগীত পরিবেশনা করা হয়। ভাষা আন্দোলন থেকে শুরু করে জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের স্মরণে শোক প্রস্তাব পাস করা হয়। কর্মশালার অংশ হিসেবে সংগঠনটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একটি র‍্যালি আয়োজন করে।

এই কর্মশালা সংগঠনের সদস্যদের মধ্যে সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি এবং ঐতিহ্যবাহী ছাত্র রাজনীতির প্রতি সচেতনতা জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।