মোঃ আব্দুল আলিম, রাজশাহী প্রতিনিধিঃ "সামাজিক ব্যবধান দূরীকরণে সেতুবন্ধন " প্রতিপাদ্যকে সামনে রেখে দেশ সেরা রাজশাহী কলেজ দর্শন বিভাগ এথিকস ক্লাবের আয়োজনে বিশ্ব দর্শন দিবস-২০২৪ উদযাপিত হয়েছে।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে অনুষ্ঠানের সুচনা হয়। উক্ত শোভাযাত্রায় শিক্ষক-শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন এবং কলেজের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শোভাযাত্রা শেষে মিলনায়তনে দিবসটির কার্যক্রম অনুষ্ঠিত হয় ।
এ সময় দিবসটি উপলক্ষে বিগত কয়েকদিনের বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরষ্কার প্রদান করা হয়। এছাড়াও দিবসটি সম্পর্কে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী কলেজর অধ্যক্ষ প্রফেসর মু. যহুর আলী। সভাপতিত্ব করেছেন দর্শন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক রাজিয়া সুলতানা।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. মোঃ ইব্রাহিম আলী। ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান ও শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর ড. মোঃ সেরাজ উদ্দীন। আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করেন দর্শন বিভাগের সহকারী অধ্যাপক মোঃ ফারুক হোসেন।
আরও পড়ুনঃ ইবিতে ছাত্র ইউনিয়নের দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত
এবারের প্রতিপাদ্য বিষয়ে প্রবন্ধ রচনা পাঠ করেন, দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ আরিফুল ইসলাম।
অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে কলেজ অধ্যক্ষ বিশ্ব দর্শন দিবস উপলক্ষে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন।