ডালিয়া হালদার, ববি প্রতিনিধিঃ
বরিশাল বিশ্ববিদ্যালয়ে(ববি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৫ মার্চ) উক্ত বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক মো. ইমরান হোসেনের সভাপতিত্বে কীর্তনখোলা হলে অনুষষ্ঠানটি সম্পন্ন হয়।
আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া ও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. আব্দুল কাইয়ুম।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মোঃ বদরুজ্জামান ভূঁইয়া রমজানের এই রহমতের মাসে সকলকে দোয়া করার জন্য বলেন এবং বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে সবাইকে এক সাথে কার করার পরামর্শ দেন।
সভাপতির বক্তব্যে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক মো. ইমরান হোসেন বিভাগের সকল শিক্ষার্থীদের নিয়ে কাজ করার অঙ্গীকার জানান এবং বিভাগের শিক্ষার্থীদের সব ধরনের চাহিদা পূরণের আশ্বাস দেন।
আরও পড়ুনঃ বাগেরহাট জেলা ছাত্রকল্যাণ পরিষদের নতুন কমিটি, অনিয়মের অভিযোগ
এছাড়াও এসময় আরও উপস্থিত ছিলেন সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক মো. ফরহাদ উদ্দিন, সহকারী অধ্যাপক মো. ফরহাদ, বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সহযোগী অধ্যাপক ড. তারেক মাহমুদ আবীরসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থী।