spot_img

― Advertisement ―

spot_img

ইবির অফিসিয়াল ফেসবুক পেইজের উদ্বোধন, ভুয়া পেইজে বন্ধে হুঁশিয়ারি

তানিম তানভীর, ইবি প্রতিনিধিঃ ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) অফিসিয়াল ফেসবুক পেইজ চালু করা হয়েছে। সোমবার (১৮ আগস্ট) দুপুরে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ তার...
প্রচ্ছদশিক্ষা ও শিক্ষাঙ্গনক্যাম্পাসইবির উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষ পদে নতুন নিয়োগ

ইবির উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষ পদে নতুন নিয়োগ

তানিম তানভীর, ইবি প্রতিনিধিঃ ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপ-উপাচার্য এবং কোষাধ্যক্ষ পদে নতুন নিয়োগ দেওয়া হয়েছে। আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. এম এয়াকুব আলীকে উপ-উপাচার্য এবং অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে কোষাধ্যক্ষ পদে নিয়োগ দেওয়া হয়েছে।

সোমবার (২ ডিসেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব শাহীনুর ইসলামের স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে এ নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, ইসলামী বিশ্ববিদ্যালয় আইন, ১৯৮০ এর সংশ্লিষ্ট ধারা অনুসারে রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্যের অনুমোদনে এই নিয়োগ দেওয়া হয়েছে। তারা আগামী চার বছর এই পদে দায়িত্ব পালন করবেন।

আরও পড়ুনঃ বিসিওয়াইএসএ-এর নেতৃত্বে আরিফ, সম্পাদক শিহাব

উপযুক্ত পদের সমপরিমাণ বেতনভাতাসহ তারা বিশ্ববিদ্যালয়ের সংবিধি ও আইনে বর্ণিত দায়িত্ব পালন করবেন। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কর্তৃক প্রদত্ত দায়িত্বও পালন করবেন। তবে আচার্য ও উপাচার্য প্রয়োজন মনে করলে যেকোনো সময় এই নিয়োগ বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন।

এই নিয়োগে বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক কাজের গতিশীলতা বাড়বে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।