তানিম তানভীর, ইবি প্রতিনিধিঃ ভারতের আগরতলায় সোমবার (২ ডিসেম্বর) বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা এবং বাংলাদেশের জাতীয় পতাকা ছিঁড়ে ফেলার ঘটনার প্রতিবাদে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছে।
সোমবার রাত ১০:৩০টায় বিশ্ববিদ্যালয়ের হল থেকে শুরু হওয়া মিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে গ্রাউন্ড ফ্লোরে অবস্থান নেয়। শিক্ষার্থীরা বিক্ষোভে বিভিন্ন স্লোগান দেন, যার মধ্যে উল্লেখযোগ্য ছিল, “দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা”, “ভারতীয় আগ্রাসন ভেঙে দাও, গুঁড়িয়ে দাও”, এবং “আমার ভাইয়ের রক্তে বৃথা যেতে দেব না”।
দর্শন বিভাগের (১৯-২০) শিক্ষার্থী নাসিম বিল্লাহ বলেন, “ভারত যে স্পর্ধা দেখিয়েছে, তার অবশ্যই বিচার হতে হবে। ৫ আগস্টের আগে এবং এখনকার বাংলাদেশ এক নয়। আমরা ভারতীয় অপশনের প্রত্যেকটি ষড়যন্ত্রকে রুখে দেব।”
একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের (১৬-১৭) শিক্ষার্থী শামীম বলেন, “ভারত সবসময় এদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে এসেছে। ইসকনের মাধ্যমে তারা ফ্যাসিস্ট সরকারকে সহায়তা করছে। আমরা এই ষড়যন্ত্র রুখতে রাজপথে থাকব।”
রসায়ন বিভাগের (১৯-২০) শিক্ষার্থী ইয়ামিন বলেন, “এ প্রজন্মকে সতর্ক থাকতে হবে। আমরা যদি পিছিয়ে যাই, তারা নিজেদের স্বার্থ হাসিলের জন্য ন্যাক্কারজনক কাজ করে যাবে।”
আরও পড়ুনঃ আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে ইবিতে বিক্ষোভ
শিক্ষার্থীরা ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়ে বলেন, বাংলাদেশ সরকারের উচিত আন্তর্জাতিক পর্যায়ে এই বিষয়টি তোলা এবং হাইকমিশনে হামলার ঘটনার দ্রুত সমাধান নিশ্চিত করা।
বিক্ষোভে শিক্ষার্থীদের দৃঢ় অবস্থান এবং ভবিষ্যতে আন্দোলন চালিয়ে যাওয়ার প্রত্যয় প্রতিফলিত হয়।