spot_img

― Advertisement ―

spot_img

পরিবহন ও জনবল সংকটে ধুঁকছে বরিশাল বিশ্ববিদ্যালয়

ডালিয়া হালদার, ববি প্রতিনিধিঃ তীব্র পরিবহন ও জনবল সংকটে দীর্ঘদিন ধরে ধুঁকছে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি)। শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের জন্য স্থায়ী ৩ রুট ও নতুন যুক্ত...
প্রচ্ছদশিক্ষা ও শিক্ষাঙ্গনক্যাম্পাসরাজনীতি নিষিদ্ধ তবুও বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের কর্মসূচি

রাজনীতি নিষিদ্ধ তবুও বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের কর্মসূচি

ডালিয়া হালদার, ববি প্রতিনিধিঃ বরিশাল বিশ্ববিদ্যালয়ে সকল ধরনের রাজনীতি নিষিদ্ধ থাকলেও ক্যাম্পাসের ভিতর প্রকাশ্যেই ছাত্রদলের ব্যানেরে মিছিল করেছে সংগঠনের একটি অংশ।

আগরতলায় অবস্থিত বাংলাদেশের সহকারি হাইকমিশনে ভারতের হিন্দু সংঘর্ষ সমিতির একদল উশৃঙ্খল সদস্য কতৃক হামলার প্রতিবাদে আজ মঙ্গলবার(৩ রা ডিসেম্বর) দুপুর ৩ টা ১০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার সামনে এ বিক্ষোভ মিছিল বের করে তারা।

ক্যাম্পাসের ভিতর রাজনীতি নিষিদ্ধ হলেও ছাত্রদল কেন প্রকাশ্যে মিছিল করেছে জানতে চাইলে মিছিলের নেতৃত্বে থাকা শান্ত ইসলাম আরিফ বলেন, আমরা আমাদের সাংবিধানিক অধিকার চাইতেই পারি। এছাড়া এই বিক্ষোভ মিছিলে সকল সাধারণ শিক্ষার্থীরা আমাদের সাথে ছিলো। 

রাজনীতির নিষিদ্ধ ক্যাম্পাসে এটি আইন বিরোধী কিনা এমন প্রশ্নে তিনি বলেন, দেখুন ক্যাম্পাসের ভিতর এখন সবই চলছে এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও এখন একটি রাজনৈতিক দলে রূপ দিয়েছে। এছাড়া সবার আগে আমার দেশ। তাই এটি আমাদের অধিকার।

আরও পড়ুনঃ ইবিতে ‘আদর্শ সমাজ বিনির্মাণে তরুণদের ভাবনা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত 

এই বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. এ. টি. এম. রফিকুল ইসলাম বলেন, আমি বিষয়টি সম্পর্কে অবগত নয়। মাত্র আপনার কাছ থেকেই বিষয়টি জানকে পারলাম। যেহেতু বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি এখনো নিষিদ্ধ রয়েছে তাই যারা এটি করেছে তারা ঠিক করেনি। এ ব্যাপারে প্রসাশনের পদক্ষেপের বিষয় বলবো, আমি এখনি বলতে পারবো না তাদের বিষয়ে কি ব্যবস্থা নেওযা হবে। তবে বিষয়টি আমি জেনে তার পর বলতে পারবো।

উল্লেখ্য যে, শিক্ষার্থীদের লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে ৮৫ তম সিন্ডিকেটের সভায় সিদ্ধান্ত নেয়া হয়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা কোনো প্রকার রাজনৈতিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ত থাকিতে পারিবেন না।