spot_img

― Advertisement ―

spot_img

বগুড়ায় ৪ রাউন্ড গুলিসহ বিদেশি পিস্তল উদ্ধার

নাহিদ হাসান, বগুড়া প্রতিনিধিঃ বগুড়ায় চার রাউন্ড তাজা গুলিসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করেছে জেলা পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।শনিবার (১৪ ডিসেম্বর) দিবাগত রাতে...
প্রচ্ছদশিক্ষা ও শিক্ষাঙ্গনক্যাম্পাসকুবিতে শুক্রবার ভারতীয় আগ্রাসনবিরোধী সাংস্কৃতিক সন্ধ্যা ও খিচুড়ি ভোজ

কুবিতে শুক্রবার ভারতীয় আগ্রাসনবিরোধী সাংস্কৃতিক সন্ধ্যা ও খিচুড়ি ভোজ

কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে আগামীকাল শুক্রবার (৬ ডিসেম্বর) বিকেল আয়োজিত হতে যাচ্ছে ‘ভারতীয় আগ্রাসন বিরোধী সাংস্কৃতিক সন্ধ্যা ও খিচুড়ি ভোজ’।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) এ আয়োজনের বিষয়টি নিশ্চিত করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অন্যতম সমন্বয়ক জান্নাতুল ইভা।

অনুষ্ঠানটি আগামীকাল শুক্রবার বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে অনুষ্ঠিত হবে। প্রথমে সাংস্কৃতিক সন্ধ্যা দিয়ে আয়োজন শুরু হবে এবং পরে সকলের জন্য বিনামূল্যে খিচুড়ি পরিবেশন করা হবে।

জান্নাতুল ইভা বলেন, “ভারতের আগ্রাসনের বিরুদ্ধে আমাদের ঐক্য ধরে রাখা এবং নিজেদের মধ্যে পারস্পরিক বন্ধন দৃঢ় করতেই এই আয়োজন। একতাবদ্ধ থাকলে যে কোনো ষড়যন্ত্র প্রতিহত করা সম্ভব।”

আরও পড়ুনঃ ফ্যাসিবাদীরা গণমাধ্যমের কণ্ঠরোধ করেছিল: নজরুল ইসলাম

তিনি আরও জানান, সাংস্কৃতিক সন্ধ্যায় গান, কবিতা, ও কাওয়ালি পরিবেশিত হবে। এরপর খোলা আকাশের নিচে একসঙ্গে বসে খিচুড়ি ভোজ উপভোগ করবেন শিক্ষার্থীরা।

আয়োজকরা জানিয়েছেন, এ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রায় ২,০০০ শিক্ষার্থীর জন্য খাবারের ব্যবস্থা করা হয়েছে।