spot_img

― Advertisement ―

spot_img

ইবির অফিসিয়াল ফেসবুক পেইজের উদ্বোধন, ভুয়া পেইজে বন্ধে হুঁশিয়ারি

তানিম তানভীর, ইবি প্রতিনিধিঃ ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) অফিসিয়াল ফেসবুক পেইজ চালু করা হয়েছে। সোমবার (১৮ আগস্ট) দুপুরে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ তার...
প্রচ্ছদশিক্ষা ও শিক্ষাঙ্গনক্যাম্পাসকুরআন ইনস্টিটিউট ও রিসার্চ সেন্টার গড়ার আশ্বাস ইবির উপ-উপাচার্যের

কুরআন ইনস্টিটিউট ও রিসার্চ সেন্টার গড়ার আশ্বাস ইবির উপ-উপাচার্যের

তানিম তানভীর, ইবি প্রতিনিধিঃ ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আল-কুরআন ইনস্টিটিউট এবং আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগে রিসার্চ সেন্টার প্রতিষ্ঠা করার প্রত্যয় ব্যক্ত করেছেন নবনিযুক্ত উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী।

রবিবার (৮ডিসেম্বর) বেলা এগারোটায় অনুষদ ভবনের ৪২৭ নং কক্ষে আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে এ প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

নবনিযুক্ত উপ-উপাচার্য বলেন, আমরা চেষ্টা করবো এ বিশ্ববিদ্যালয়ে একটি আল-কুরআন ইনস্টিটিউট এবং আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগে রিসার্চ সেন্টার প্রতিষ্ঠা করার।

আরও পড়ুনঃ ইবিতে সিআরসি’র ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বিভাগের সভাপতি অধ্যাপক ড. নাছির উদ্দিন মিঝির সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন থিওলজি এন্ড ইসলামিক স্টাডিজ অনুষদের সাবেক ডিন অধ্যাপক ড. আ.ব.ম. সাইফুল ইসলাম সিদ্দিকী। 

বিভাগের অধ্যাপক ড. খান মুহাম্মদ ইলিয়াস হোসেনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন বিভাগের অধ্যাপক ড. আ.ফ.ম. আকবর হোসাইন, অধ্যাপক ড. হাফেজ আবু নোমান মো. এরশাদ উল্লাহ, অধ্যাপক ড লোকমান হোসেন সহ বিভাগের অন্যান্য শিক্ষক-শিক্ষার্থীরা।