spot_img

― Advertisement ―

spot_img

শিক্ষক-ক্লাসরুম অপ্রতুলতার মধ্যেই বুটেক্সে নতুন বিভাগ চালু, সোশ্যাল মিডিয়ায় শিক্ষার্থীদের ক্ষোভ

মো: সাদিক ফাওয়াজ সামিন, বুটেক্স প্রতিনিধিঃ বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স)-এ দীর্ঘদিন ধরে রয়েছে শিক্ষক এবং ক্লাসরুম সংকটজনিত সমস্যা। বিশ্ববিদ্যালয় প্রশাসন সমস্যাগুলোর সমাধান না করেই...
প্রচ্ছদশিক্ষা ও শিক্ষাঙ্গনক্যাম্পাসআগামী ১৫ ডিসেম্বর বুটেক্সসাসের কার্যনির্বাহী পরিষদের নির্বাচন

আগামী ১৫ ডিসেম্বর বুটেক্সসাসের কার্যনির্বাহী পরিষদের নির্বাচন

মো: সাদিক ফাওয়াজ সামিন, বুটেক্স প্রতিনিধিঃ বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) সাংবাদিক সমিতির (বুটেক্সসাস) ২০২৪-২৫ কার্যনির্বাহী পরিষদের নির্বাচন আগামী ১৫ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

এ সিদ্ধান্ত সংগঠনের বর্তমান কার্যনির্বাহী পরিষদের সদস্যদের মতামতের ভিত্তিতে নেওয়া হয়েছে। নির্বাচনে সমিতির সাতটি পদে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস সাংবাদিকরা প্রতিদ্বন্দ্বিতা করবেন।

নির্বাচিত পদের মধ্যে রয়েছে সভাপতি, সাধারণ সম্পাদক, সহ-সভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদক, দপ্তর প্রচার ও প্রকাশনা সম্পাদক, অর্থ ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এবং কার্যনির্বাহী সদস্য।

নির্বাচনের সুষ্ঠু পরিচালনার জন্য একটি নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। এতে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন বুটেক্স সাংবাদিক সমিতির উপদেষ্টা ড. মো. রিয়াজুল ইসলাম। সহকারী নির্বাচন কমিশনার হিসেবে থাকবেন টেক্সটাইল ম্যাটেরিয়ালস ইঞ্জিনিয়ারিং বিভাগের ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধান ড. শেখ মো. মামুন কবীর এবং হিউমিনিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্স বিভাগের প্রভাষক ইহসান ইলাহী সাবিক।

আরও পড়ুনঃ আগামী ১৩ই ডিসেম্বর সংস্কৃতি বিকাশ কেন্দ্রে সমগীতের আয়োজন

নির্বাচনটি বুটেক্স সাংবাদিক সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত হবে। দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের সেমিনার কক্ষে নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করা হবে। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অ্যালামনাই, সাংবাদিক এবং সাধারণ শিক্ষার্থীদের উপস্থিত থাকার কথা রয়েছে। বিকাল ৪টায় নির্বাচনের ফলাফল ঘোষণা এবং নতুন কার্যনির্বাহী পরিষদের কাছে দায়িত্ব হস্তান্তর করা হবে।

এই নির্বাচন নিয়ে ক্যাম্পাসের সাংবাদিক এবং শিক্ষার্থীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। দায়িত্ব হস্তান্তরের মধ্য দিয়ে নতুন নেতৃত্ব কার্যক্রম শুরু করবে, যা সংগঠনটির ভবিষ্যৎ পথচলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।