তানিম তানভীর, ইবি প্রতিনিধিঃ ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) লালন শাহ হল ডিবেটিং সোসাইটি (এলএসএইচডিএস) ২০২৪-২৫ কার্যবর্ষের জন্য নতুন কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের ২০১৯-২০ বর্ষের শিক্ষার্থী ইয়ামান মুস্তাহাসীন এবং সাধারণ সম্পাদক হয়েছেন আরবি ভাষা ও সাহিত্য বিভাগের ২০২০-২১ বর্ষের শিক্ষার্থী ইয়াসিন আলী।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) হলের প্রভোস্ট অধ্যাপক ড. আকতার হোসাইন এবং সদ্য সাবেক সভাপতি আনিসুর রহমান সাইমন নতুন কমিটির অনুমোদন দেন।
২০ সদস্য বিশিষ্ট এই কমিটির অন্য গুরুত্বপূর্ণ পদে রয়েছেন সহ-সভাপতি মেহেদী হাসান তানভীর, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাইমিনুল ইসলাম রক্তিম, সাংগঠনিক সম্পাদক মেয়োকোজ রহমান জিম, সহ-সাংগঠনিক সম্পাদক গোলাম হক্কানী, এবং দপ্তর সম্পাদক আহমদ আব্দুল্লাহ। বিতর্ক বিষয়ক সম্পাদক হয়েছেন মিশুক শাহরিয়ার, কোষাধ্যক্ষ জাহেদুল ইসলাম, সংস্কৃতি বিষয়ক সম্পাদক সোহেল রানা বাকী, সাহিত্য বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, এবং তথ্য ও প্রচার সম্পাদক মো. জাহিদ।
আরও পড়ুনঃ লক্ষ্মীপুরে আবারও ফিলিং স্টেশনে সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ১, আহত ৩
এছাড়া আপ্যায়ন বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন রাশেদ ইসলাম এবং ক্রীড়া সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন মিশনু আল আসনওবি। কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন হাশেম আলী, তানভীর আসলামী, ইব্রাহিম খলিল, মাহিউল ইসলাম, সৈয়দ রিফাত এবং শরিফুল ইসলাম।
নতুন কমিটি এক বছর মেয়াদে দায়িত্ব পালন করবে এবং বিতর্কচর্চায় আরও সক্রিয় ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করেছে।