spot_img

― Advertisement ―

spot_img

বেরোবিতে সেলুন, লন্ড্রি ও স্টেশনারি দোকানের উদ্বোধন

মোছাঃ আল হুমায়রা জান্নাতি, বেরোবি প্রতিনিধিঃ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) আবাসিক শিক্ষার্থী এবং শিক্ষকমণ্ডলী ও কর্মকর্তা-কর্মচারীদের জন্য সেলুন, লন্ড্রি ও স্টেশনারি দোকান চালু...
প্রচ্ছদশিক্ষা ও শিক্ষাঙ্গনক্যাম্পাসআবু সাঈদের হত্যাকারীদের বিচারের দাবিতে বেরোবিতে মানববন্ধন

আবু সাঈদের হত্যাকারীদের বিচারের দাবিতে বেরোবিতে মানববন্ধন

মোছাঃ আল হুমায়রা জান্নাতি, বেরোবি প্রতিনিধিঃ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদের হত্যার দ্রুত বিচার ও আসামিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।

আজ বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থীরা আবু সাঈদের হত্যার সুষ্ঠু বিচারের দাবিতে তাদের অবস্থান তুলে ধরেন এবং দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

মানববন্ধনে ইংরেজি বিভাগের শিক্ষার্থী সুমন সরকার বলেন, “জুলাই বিপ্লবের শহীদ আবু সাঈদ ও পঙ্গুত্ববরণকারী অনেকের পরিবার এখনো ন্যায়বিচার পায়নি। হত্যাকারীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, অথচ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মশিউর ও আসাদ মণ্ডলসহ সংশ্লিষ্ট কেউই এখনো গ্রেফতার হয়নি।”

আরও পড়ুনঃ আগামী বছর থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার মাধ্যমে ভর্তি নেয়া হবে: উপাচার্য আমানুল্লাহ

বাংলা বিভাগের শিক্ষার্থী শামসুর রহমান সুমন বলেন, “আবু সাঈদের হত্যার মামলায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের কোনো টালবাহানা বরদাশত করা হবে না। আমরা এর দ্রুত অগ্রগতি দেখতে চাই, অন্যথায় কঠোর কর্মসূচি নিতে বাধ্য হব।”

মানববন্ধন শেষে শিক্ষার্থীরা এই হত্যার সুষ্ঠু বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।