spot_img

― Advertisement ―

spot_img

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কুবিতে মশাল মিছিল

কুবি প্রতিনিধি: তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (১৭ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক সংগঠন ‘উত্তরবঙ্গ...
প্রচ্ছদশিক্ষা ও শিক্ষাঙ্গনক্যাম্পাসশিক্ষার্থী হেনস্তায় গোল্ডেন লাইনের বাস আটকে রাখলো ইবি শিক্ষার্থীরা 

শিক্ষার্থী হেনস্তায় গোল্ডেন লাইনের বাস আটকে রাখলো ইবি শিক্ষার্থীরা 

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) এক শিক্ষার্থীকে হেনস্তার অভিযোগে শিক্ষার্থীরা কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে চলাচলকারী গোল্ডেন লাইন পরিবহনের তিনটি বাস আটকে রেখেছেন। শনিবার (১৪ ডিসেম্বর) দুপুরে ঢাকাগামী বাসগুলো ক্যাম্পাসের অভ্যন্তরে আটকে রাখা হয়।

ভুক্তভোগী আব্দুল্লাহ আল নোমান, আরবি ভাষা ও সাহিত্য বিভাগের ২০২১-২২ বর্ষের শিক্ষার্থী, অভিযোগ করেন, শুক্রবার রাতে নাটোরের বনপাড়া থেকে ক্যাম্পাসে ফেরার পথে হানিফ পরিবহনে উঠলেও মাঝপথে সমস্যার কারণে কুষ্টিয়ার লক্ষ্মীপুরে তাকে গোল্ডেন লাইন বাসে স্থানান্তর করা হয়। সেখানে গোল্ডেন লাইনের সুপারভাইজার অতিরিক্ত ১০০ টাকা ভাড়া দাবি করলে নোমান আপত্তি জানান। এ সময় সুপারভাইজার তার সঙ্গে অশোভন আচরণ করেন এবং নির্জন স্থানে রাত ২টা ৩০ মিনিটে তাকে নামিয়ে দেন। পরে তার সহপাঠীরা এসে তাকে উদ্ধার করেন।

আরও পড়ুনঃ শহিদ বুদ্ধিজীবী দিবসে ইবিসাসের শ্রদ্ধাঞ্জলি

শিক্ষার্থীরা গোল্ডেন লাইনের চারটি গাড়ি আটক করে, যার একটি পরে ছেড়ে দেওয়া হয়। এ ঘটনার ফলে যাত্রীদের ভোগান্তি দেখা দেয়। শিক্ষার্থীরা দাবি করেন, পরিবহন কর্তৃপক্ষ সমাধান না করা পর্যন্ত বাসগুলো ছেড়ে দেওয়া হবে না।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান জানান, শিক্ষার্থী ও পরিবহন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় বসা হয়েছে। কুষ্টিয়া থেকে গোল্ডেন লাইনের ম্যানেজারও ক্যাম্পাসে উপস্থিত হয়েছেন। আলোচনা শেষে সমাধান নেওয়া হবে।