তানিম তানভীর, ইবি প্রতিনিধিঃ ইসলামী বিশ্ববিদ্যালয়ের জাতির পিতা বঙ্গবন্ধু হলে 'তারুণ্যের অবিনাশী শক্তিই বাঙালির বিজয়ের একমাত্র প্রেরণা' শীর্ষক আন্তঃহল প্রীতি বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৫ ডিসেম্বর) দুপুরে হলের টিভি রুমে এ বিতর্কের আয়োজন করেন বঙ্গবন্ধু হল ডিবেটিং সোসাইটি।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হল প্রভোস্ট প্রফেসর ড এটিএম মিজানুর রহমান। এছাড়া স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন আনিসুর রহমান (সাইমুম) ও টাইম কিপার হিসেবে ছিলেন ফাতিমাতুজ জোহরা ইরানী, বিচারক- দিদারুল রাসেল, ইব্রাহিম খলিল ও আলি আরমান রকি।
প্রতিযোগিতায় সরকার পক্ষের বিতার্কিকরা হলেন, প্রধানমন্ত্রী হাসান তারেক, মন্ত্রী আব্দুল্লাহ নুর মিনহাজ ও সাংসদ আশিদুল ইসলাম এবং বিরোধী পক্ষের বিতার্কিকরা হলেন, নেতা আব্দুল্লাহ আল নোমান, উপনেতা খায়রুল ইসলাম, সাংসদ তানভির হাসান রবিন।
প্রতিযোগিতায় সরকার পক্ষ বিজয় লাভ করে এবং সেরা বিতার্কিক নির্বাচিত হন সরকার দলীয় মন্ত্রী আব্দুল্লাহ নুর মিনহাজ।
আরও পড়ুনঃ কুবিতে ফুটবল প্রতিযোগিতায় বিশৃঙ্খলা: শাস্তি ও বিজয়ী ঘোষণা
বঙ্গবন্ধু হল ডিবেটিং সোসাইটির সম্পাদক সোলায়মান তালুকদার রবের নিকট শুকরিয়া জ্ঞাপন করে বলেন, যারা আমাদের এই অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন করার জন্য শুরু থেকে আমাদের সাথে ছিলেন তাদের অসংখ্য ধন্যবাদ। আমাদের দীর্ঘদিনের প্রত্যাশা সকলের সহযোগিতায় সফল হয়েছে। আমাদের প্রভোস্ট মহোদয় ডিবেটিং সোসাইটির জন্য একটি রুম বরাদ্দ দিয়েছেন যা আমাদের বিতর্ক চর্চার নতুন দুয়ার খুলে দিবে বলে আমি আশা করি।'
সভাপতি ফুয়াদ হাসান বলেন ইসলামী বিশ্ববিদ্যায় বিতর্ক অঙ্গনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ডিবেটিং সোসাইটি একটি ভিন্নধর্মী বুদ্বিভিত্তিক প্লাটফর্মের নাম। সমাজে চলমান নানান অসঙ্গতি নিয়ে বুদ্বিভিত্তিক আলোচনার মাধ্যাম মননের উন্নতি ও কাঙ্খিত মানবসম্পদ সৃষ্টি করা আমাদের একনিষ্ঠা প্রেরণা। মহান বিজয় দিবস উপলক্ষ্য আজকের প্রীতি বিতর্ক সেই লক্ষ্যের মহান বহিঃপ্রকাশ। আমরা বিশ্বাস করি নীবন- প্রবীণ সদস্যদের সম্মনয়ে এমন বিতর্ক আমাদের চিন্তা, চেতনা ও মনের যৌক্তিক উন্নতি সাধন নিশ্চিত করবে।