মোঃ তাহসীন আজাদ, বশেমুরমেবি প্রতিনিধিঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিস্টার ফি কমানোসহ বিভিন্ন দাবিতে শিক্ষার্থীরা রবিবার (১৫ ডিসেম্বর) সকালে ক্যাম্পাসের সামনে আন্দোলন শুরু করেন। প্রায় ৩০ মিনিট মিরপুর ১২ এর মূল সড়ক বন্ধ থাকার পর উপাচার্যের উপস্থিতিতে শিক্ষার্থীরা রাস্তা ছেড়ে দেয়।
তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে সেমিস্টার ফি কমানো, ভর্তি দুর্নীতির তদন্ত, বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন, মাকসু প্রতিষ্ঠা, ক্লাসরুমে সিসি ক্যামেরা সরানো, এবং সাংবাদিকতার জন্য অবাধ সুযোগ প্রদান।
শিক্ষার্থীরা আন্দোলনের শুরুতেই ইউনিভার্সিটির অ্যাকাডেমিক কার্যক্রম বন্ধ করে এবং বিশ্ববিদ্যালয়ের সামনের রাস্তা অবরোধ করেন। তবে, উপাচার্য রিয়ার অ্যাডমিরাল আশরাফুল হক চৌধুরী শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসার পর আন্দোলন স্থগিত করার সিদ্ধান্ত নেন।
আলোচনায়, উপাচার্য শিক্ষার্থীদের সেমিস্টার ফি কমানোর বিষয়ে ইউজিসিতে চিঠি পাঠানোর কথা জানান এবং বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের জন্যও জরুরি ভিত্তিতে পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দেন। এছাড়া, বিশ্ববিদ্যালয়ে ভর্তি দুর্নীতির তদন্তের জন্য একটি কমিটি গঠনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আরও পড়ুনঃ ইবি বঙ্গবন্ধু হলে আন্তঃহল প্রীতি বিতর্ক প্রতিযোগিতা
শিক্ষার্থীরা জানায়, উপাচার্য মহোদয়ের আশ্বাসে তারা আন্দোলন স্থগিত করেছে, তবে তাদের দাবির দ্রুত বাস্তবায়ন না হলে পরবর্তীতে কঠোর কর্মসূচি পালন করা হবে।
প্রসঙ্গত, গত ৩ সেপ্টেম্বর সেমিস্টার ফি কমানো, বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনসহ বিভিন্ন দাবি নিয়ে আন্দোলন করেছিল শিক্ষার্থীরা। দাবির প্রেক্ষিতে দফায় দফায় বৈঠক ও সিন্ডিকেট মিটিং থেকে আশানুরূপ সিদ্ধান্ত না আসায় আজকে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা।