spot_img

― Advertisement ―

spot_img

রাজশাহী কলেজ ছাত্রাবাসে ল্যাপটপ চুরি-সিসিটিভি ফুটেজও গায়েব, নীরব প্রশাসন

মোঃ আব্দুল আলিম, রাজশাহী প্রতিনিধিঃ রাজশাহী কলেজ মুসলিম ছাত্রাবাসে একটি ল্যাপটপ চুরির ঘটনায় সিসিটিভি ফুটেজ গায়েবের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আবাসিক শিক্ষার্থীদের মাঝে চাঞ্চল্যের...
প্রচ্ছদশিক্ষা ও শিক্ষাঙ্গনক্যাম্পাসবিভিন্ন কর্মসূচিতে রাজশাহী কলেজে বিজয় দিবস পালিত

বিভিন্ন কর্মসূচিতে রাজশাহী কলেজে বিজয় দিবস পালিত

মোঃ আব্দুল আলিম, রাজশাহী প্রতিনিধিঃ রাজশাহী কলেজে বর্ণাঢ্য কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে সকাল থেকেই র‌্যালি, শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক সন্ধ্যাসহ আড়ম্বর আয়োজনের মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়।

সোমবার (১৬ ডিসেম্বর)  সকাল সাড়ে ৮টায় কলেজ অধ্যক্ষ প্রফেসর মুঃ যুহুর আলী  ও উপাধ্যক্ষ প্রফেসর ড. মোঃ ইব্রাহিম আলীর নেতৃত্বে কলেজের ভবন থেকে বিপুল সংখ্যক শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীর অংশগ্রহণে বর্ণাঢ্য বিজয় শোভাযাত্রা কলেজের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করা হয়। 

সেখানে কলেজ প্রশাসনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে অধ্যক্ষ ও উপাধ্যক্ষের সঙ্গে রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটিসহ কলেজের অন্যান্য সংগঠন ও শিক্ষক-শিক্ষার্থীরা শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন।

আরও পড়ুনঃ নানা আয়োজনে আরসিআরইউ’র বিজয় দিবস উৎযাপন   

এছাড়াও প্রীতি ফুটবল ম্যাচসহ বিভিন্নরকম ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সকল আয়োজনে কলেজের প্রতিটি বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা স্বতস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী শেষে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন অধ্যক্ষ প্রফেসর মুঃ যুহুর আলী।