spot_img

― Advertisement ―

spot_img

ইবিতে শিক্ষার্থীদের জন্য লোকাল বাসে হাফ ভাড়ার সিদ্ধান্ত

তানিম তানভীর, ইবি প্রতিনিধিঃ কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য লোকাল বাসে হাফ ভাড়া কার্যকরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।রবিবার বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয় প্রশাসন, বৈষম্যবিরোধী...
প্রচ্ছদশিক্ষা ও শিক্ষাঙ্গনক্যাম্পাসডীনরা রাজনৈতিক প্রভুত্ব মানতে বাধ্য ননঃ ইবি উপাচার্য

ডীনরা রাজনৈতিক প্রভুত্ব মানতে বাধ্য ননঃ ইবি উপাচার্য

তানিম তানভীর, ইবি প্রতিনিধিঃ ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, ‘ডিন নিযুক্ত হয় সিনিয়রিটি থেকে যারা কোন রাজনৈতিক প্রভুত্ব মানতে বাধ্য নন। নতুন বাংলাদেশে আমাদের সেন্স অফ রেস্পন্সিবিলিটি অনেক উঁচুতে থাকা দরকার। একজন চেয়ারম্যান একাডেমিক এবং প্রশাসনিক উভয় দায়িত্ব পালন করেন। আর ডীনরা তার সমন্বয় করেন। ব্যক্তিগত পছন্দকে প্রাধান্য দিতে গিয়ে শিক্ষাকে নষ্ট করবেন না। চেয়ারম্যানের সম্পর্ক থাকবে সকল শিক্ষকদের সাথে। একজন শিক্ষকের কাছে অন্য শিক্ষকের বদনাম করবেন না। শিক্ষকদের মধ্যে একটি ভালো বন্ধন তৈরি করতে হবে।’

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) ডিনস প্রদেয় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সকাল দশটায় ধর্মতত্ত্ব অনুষদে বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটি এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন।

তিনি আরও বলেন, ‘এই বিশ্ববিদ্যালয় কে‌ নিয়ে যেই স্বপ্ন দেখি সেটি শুধু একা দেখতে চাই না, সেটা আপনাদের মধ্যেও ট্রান্সমিট করতে চাই।  আপনাদেরকে ভাবতে হবে একজন ডীন হিসাবে আপনাদের দায়িত্ব কি? প্রতিটা ফ্যাকাল্টির ডীনকে তার ফ্যাকাল্টির সকল ডিপার্টমেন্টের সম্পর্কে জানতে হবে। এর জন্য একটি সময় নির্ধারণ করেন যে এতদিন অন্তর অন্তর একটি ফ্যাকাল্টি মিটিং করবেন। ‘ফুল ফুটুক আর নাই ফুটুক আজ বসন্ত’। তেমনি এজেন্ডা থাকুক আর না থাকুক প্রতিমাসেই একাডেমিক মিটিং করতে হবে।’

আরও পড়ুনঃ লক্ষ্মীপুরে দায়িত্ব ফিরে পেতে চান ইউপি চেয়ারম্যান জাহিদ মির্জা

অনুষ্ঠানে ডিনস কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. আ.ব.ম. ছিদ্দিকুর রহমান আশ্রাফীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন  উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী ও কোষাধ্যক্ষ অধ্যাপক  ড. জাহাঙ্গীর আলম। এসময় ৮টি অনুষদের ডিন ও বিভাগীয় সভাপতিবৃন্দ উপস্থিত ছিলেন।