তানিম তানভীর, ইবি প্রতিনিধিঃ স্বতন্ত্র পদ্ধতিতে ভর্তি পরীক্ষার দাবিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রশাসন ভবনে তালা ঝুলিয়ে প্রতিবাদ করেছেন শিক্ষার্থীরা।
শনিবার (৪ জানুয়ারি) বেলা ১১টার দিকে শিক্ষার্থীরা প্রশাসন ভবনে তালা লাগিয়ে দেন, ফলে উপ-উপাচার্য, কোষাধ্যক্ষসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা ভবনে অবরুদ্ধ হয়ে পড়েন।
প্রায় দেড় ঘণ্টা ধরে চলা এই আন্দোলনের পর উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলীর আশ্বাসে তালা খুলে দেন শিক্ষার্থীরা। রবিবার উপাচার্যের সঙ্গে আলোচনার প্রতিশ্রুতিতে তারা আন্দোলন স্থগিত করেন।
আসন্ন ২০২৪-২৫ শিক্ষাবর্ষে গুচ্ছ পদ্ধতির বদলে স্বতন্ত্র পদ্ধতিতে ভর্তি পরীক্ষা গ্রহণের দাবি জানিয়ে শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করেন। তারা স্লোগান দেন, ‘জবি যখন স্বাধীন, ইবি কেনো পরাধীন,’ ‘সাস্ট যখন স্বাধীন, ইবি কেন পরাধীন,’ ‘খুবি যখন বাহিরে, ইবি কেনো গুচ্ছে।’
আরও পড়ুনঃ ভোলায় ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ আটক দুই মাদক ব্যবসায়ী
আন্দোলনের এক পর্যায়ে উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। তিনি বলেন, ‘উপাচার্য বর্তমানে ক্যাম্পাসে নেই। তবে তিনি আজ আসবেন। আগামীকাল বিকেল ৩টায় ছাত্র প্রতিনিধিদের সঙ্গে এ বিষয়ে আলোচনা হবে এবং গুচ্ছে থাকা বা না থাকার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’
উপ-উপাচার্যের আশ্বাসে শিক্ষার্থীরা ভবনের তালা খুলে দেন। তবে তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন।
শিক্ষার্থীদের এই দাবির বিষয়ে রবিবারের আলোচনায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন প্রশাসনের কর্মকর্তারা।