তানিম তানভীর, ইবি প্রতিনিধিঃ ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উন্নয়ন অধ্যয়ন বিভাগের সহকারী অধ্যাপক হাফিজুল ইসলামের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আগামী সপ্তাহে নেওয়া হবে। মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুরে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার পর প্রশাসন এ আশ্বাস দিয়েছে।
শিক্ষার্থীদের অভিযোগ, সহকারী অধ্যাপক হাফিজুল ইসলামের বিরুদ্ধে সমকামিতা, যৌন হয়রানি এবং শিক্ষার্থী হেনস্তার মতো গুরুতর অভিযোগ রয়েছে। তবে প্রায় চার মাসের তদন্ত সত্ত্বেও প্রশাসন এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি। শিক্ষার্থীরা উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করে দ্রুত এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার দাবি জানালে, উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ আশ্বস্ত করেন যে, আগামী সপ্তাহে এ বিষয়ে সিন্ডিকেটের রেজুলেশন প্রকাশিত হবে।
তদন্ত কমিটির সূত্রে জানা গেছে, অভিযোগের অনেকাংশেই সত্যতা মিলেছে। এর ভিত্তিতে তিন ধরনের শাস্তির সুপারিশ করা হয়েছে। তবে গত ২২ ডিসেম্বর অনুষ্ঠিত ২৬৬তম সিন্ডিকেট সভায় বিষয়টি পর্যালোচনা করা হলেও চূড়ান্ত সিদ্ধান্ত স্থগিত রাখা হয়।
আরও পড়ুনঃ ইবির পাঠ্যসূচিতে জুলাই বিপ্লবের ইতিহাস অন্তর্ভুক্তির আদেশ
এ প্রসঙ্গে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, “স্থগিত রাখার বিষয়ে আমি অবগত নই। তবে সিন্ডিকেটে আলোচনা শেষে সিদ্ধান্ত আগামী সপ্তাহে প্রকাশ করা হবে।”
উল্লেখ্য, গত বছরের ৮ অক্টোবর হাফিজুল ইসলামের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তে কমিটি গঠন করা হয়। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে ২৩ অক্টোবর তাকে বিভাগীয় কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়। তবে এখনো পর্যন্ত তার বিরুদ্ধে কোনো চূড়ান্ত শাস্তি ঘোষণা করা হয়নি। শিক্ষার্থীরা দ্রুত এ বিষয়ে স্বচ্ছ ও কঠোর সিদ্ধান্ত নেওয়ার দাবি জানিয়েছেন।