spot_img

― Advertisement ―

spot_img

খুলনা বিশ্ববিদ্যালয়ে হিট সাব প্রজেক্ট প্রপোজাল শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

সায়মা আনান প্রমি, খুবি প্রতিনিধিঃ গবেষণাকে বাস্তবমুখী ও টেকসই পরিকল্পনার আওতায় আনার জন্য খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) ‘প্রিপেয়ারিং হিট সাব প্রজেক্ট প্রপোজাল ফ্রম আরআইসি ফান্ডেড...
প্রচ্ছদশিক্ষা ও শিক্ষাঙ্গনক্যাম্পাসখুলনা বিশ্ববিদ্যালয়ে হিট সাব প্রজেক্ট প্রপোজাল শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

খুলনা বিশ্ববিদ্যালয়ে হিট সাব প্রজেক্ট প্রপোজাল শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

সায়মা আনান প্রমি, খুবি প্রতিনিধিঃ গবেষণাকে বাস্তবমুখী ও টেকসই পরিকল্পনার আওতায় আনার জন্য খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) ‘প্রিপেয়ারিং হিট সাব প্রজেক্ট প্রপোজাল ফ্রম আরআইসি ফান্ডেড প্রজেক্টস’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৭ জানুয়ারি) আচার্য প্রফুল্ল চন্দ্র রায় কেন্দ্রীয় গবেষণাগারের কনফারেন্স রুমে এই কর্মশালার আয়োজন করে রিসার্চ এন্ড ইনোভেশন সেন্টার (আরআইসি)।

কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম বলেন, “গবেষণার বিষয়বস্তু সবসময় বাস্তবমুখী ও সমাজের প্রয়োজন অনুযায়ী হতে হবে। খুলনা বিশ্ববিদ্যালয়ের গবেষণাগুলো যাতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে গুরুত্ব পায়, সেভাবে পরিকল্পনা করে গবেষণা প্রকল্পগুলো তৈরি করতে হবে।”

তিনি জানান, আরআইসি থেকে সম্পাদিত ও চলমান প্রকল্পগুলোর মধ্য থেকে ৬৪টি প্রকল্প বাছাই করা হয়েছে। এসব প্রকল্পকে আরও ফলপ্রসূ ও রূপান্তরমূলক করতে নতুন প্রস্তাব তৈরির সুযোগ রয়েছে। তিনি হিট প্রকল্পের অধীনে গবেষণা প্রস্তাবনা জমা দেওয়ার জন্য শিক্ষকদের বিশেষভাবে উৎসাহিত করেন এবং মাল্টিডিসিপ্লিনারি প্রকল্প তৈরির প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

আরও পড়ুনঃ সীমান্তে হত্যা বন্ধের দাবিতে ইবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

বিশেষ অতিথি হিসেবে উপ-উপাচার্য প্রফেসর ড. মো. হারুনর রশীদ খান কর্মশালার গুরুত্ব তুলে ধরেন। সভাপতিত্ব করেন আরআইসি’র পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ কাজী দিদারুল ইসলাম। সেন্টারের যুগ্ম পরিচালক প্রফেসর ড. মো. ইয়ামিন কবীর স্বাগত বক্তব্য রাখেন এবং সঞ্চালনা করেন রিসার্চ অফিসার মো. সাজ্জাদ হোসেন তুহিন।

কর্মশালায় বিভিন্ন ডিসিপ্লিনের শিক্ষকরা অংশগ্রহণ করেন। উদ্বোধনী অনুষ্ঠানের পর উপাচার্য ‘দি ইনস এন্ড আউটস অব দ্য হায়ার এডুকেশন এক্সিলারেশন এন্ড ট্রান্সফরমেশন (হিট) প্রপোজাল প্রিপারেশন’ শীর্ষক টেকনিক্যাল সেশন উপস্থাপন করেন।

এই কর্মশালার মাধ্যমে গবেষণার মান উন্নয়ন এবং হিট প্রকল্পের আওতায় বড় পরিসরে গবেষণা প্রস্তাবনা জমা দেওয়ার সুযোগ তৈরি হবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।