spot_img

― Advertisement ―

spot_img

বেরোবিতে সেলুন, লন্ড্রি ও স্টেশনারি দোকানের উদ্বোধন

মোছাঃ আল হুমায়রা জান্নাতি, বেরোবি প্রতিনিধিঃ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) আবাসিক শিক্ষার্থী এবং শিক্ষকমণ্ডলী ও কর্মকর্তা-কর্মচারীদের জন্য সেলুন, লন্ড্রি ও স্টেশনারি দোকান চালু...
প্রচ্ছদশিক্ষা ও শিক্ষাঙ্গনক্যাম্পাসশহীদ আবু সাঈদের কবরে তিন উপাচার্যের শ্রদ্ধা নিবেদন

শহীদ আবু সাঈদের কবরে তিন উপাচার্যের শ্রদ্ধা নিবেদন

মোছাঃ আল হুমায়রা জান্নাতি, বেরোবি প্রতিনিধিঃ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত বছরের জুলাই মাসে পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ইংরেজি বিভাগের শিক্ষার্থী শহীদ আবু সাঈদের কবরে শ্রদ্ধা নিবেদন করেছেন দেশের তিনটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।

মঙ্গলবার (৭ জানুয়ারি, ২০২৫) রাত পৌনে ১১টায় রংপুরের পীরগঞ্জ উপজেলার মদনখালী ইউনিয়নের জাফরপাড়ায় বাবনপুর গ্রামে শহীদ আবু সাঈদের কবরে ফাতেহা পাঠ ও মোনাজাত করেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সালেহ হাসান নকীব এবং বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ বি এম ওবায়দুল ইসলাম।

কবর জিয়ারতের পর রাজশাহী বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শহীদ আবু সাঈদের পরিবারের সদস্যদের খোঁজ নেন এবং তাদের সাথে কথা বলেন।

আরও পড়ুনঃ পটিয়ায় শ্রীমাই খাল থেকে অবৈধ বালু উত্তোলন: আড়াই লাখ টাকা জরিমানা

এসময় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. হারুন-অর রশিদসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বৈষম্যবিরোধী আন্দোলনে সাহসিকতার প্রতীক হয়ে উঠা শহীদ আবু সাঈদ আজও শিক্ষার্থীদের মাঝে প্রেরণার উৎস হয়ে রয়েছেন।