তানিম তানভীর, ইবি প্রতিনিধিঃ ব্রাহ্মণপাড়া উপজেলার শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ উদ্যোগে যাত্রা শুরু করেছে ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব ব্রাহ্মণপাড়া (ইউস্যাব)।
সোমবার (১৩ জানুয়ারি) ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত “Achieve Your Dreams: The Way to Higher Education” শীর্ষক দিকনির্দেশনামূলক প্রোগ্রামের মধ্য দিয়ে সংগঠনটি আনুষ্ঠানিকভাবে পথচলা শুরু করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ছামিউল ইসলাম, এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪০তম বিসিএস শিক্ষা ক্যাডার ইউনুস সরকার।
এছাড়াও ইউস্যাবের কো-অর্ডিনেটর কামরুল হক ও ফজলে রাব্বী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ২০২০-২১ সেশনে প্রথম স্থান অর্জনকারী সাখাওয়াত জাকারিয়া, মেডিকেল ভর্তি পরীক্ষায় জাতীয় মেধায় দ্বিতীয় স্থানাধিকারী আব্দুল্লাহ, এবং বুয়েট শিক্ষার্থী কামাল উদ্দিন প্রোগ্রামে অংশ নেন।
ব্রাহ্মণপাড়া উপজেলার বিভিন্ন কলেজ ও মাদ্রাসার একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
উপজেলা নির্বাহী অফিসার ছামিউল ইসলাম বলেন, “ইউস্যাবের এই উদ্যোগ সৃজনশীল ও প্রশংসনীয়। সংগঠনটির সদস্যরা ব্রাহ্মণপাড়ার উন্নয়ন ও শিক্ষার্থীদের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।”
আরও পড়ুনঃ ইবির নতুন আইন প্রশাসক অধ্যাপক ড. নূরুন নাহার
অনুষ্ঠানে বিশেষজ্ঞ অতিথিরা শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় ভর্তির প্রস্তুতি, করণীয় এবং বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলার কৌশল সম্পর্কে দিকনির্দেশনা দেন। সাখাওয়াত জাকারিয়া, আব্দুল্লাহ এবং কামাল উদ্দিন তাদের অভিজ্ঞতা শেয়ার করে শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
উপজেলা ও উপজেলার বাইরের ছাত্র-ছাত্রীদের মধ্যে সম্পর্ক স্থাপন, সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণ, শিক্ষার্থীদের ভর্তি সংক্রান্ত কাজে সহায়তা, এবং দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের সহযোগিতার লক্ষ্য নিয়ে এই সংগঠনটি যাত্রা শুরু করেছে।
ইউস্যাবের সদস্যরা জানান, সংগঠনটি ব্রাহ্মণপাড়া উপজেলার শিক্ষার্থীদের উন্নয়ন ও সাফল্যের পাথেয় হিসেবে কাজ করবে। তারা এলাকার শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ ও সামগ্রিক উন্নয়ন নিশ্চিত করতে বদ্ধপরিকর।