তানিম তানভীর, ইবি প্রতিনিধিঃ ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শেখ রাসেল হল ডিবেটিং সোসাইটির নতুন কমিটি গঠন করা হয়েছে। ২০২৪-২৫ কার্যবর্ষের এই কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন অনিন্দ্য সাহা (ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং, ১৯-২০ বর্ষ), সাধারণ সম্পাদক হিসেবে সায়েম আহমেদ (আল ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ, ২০-২১ বর্ষ), এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে রবিউল ইসলাম রবি (ল' অ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্ট, ২০-২১ বর্ষ)।
সোমবার (১৩ জানুয়ারি) শেখ রাসেল হলের প্রভোস্ট ও হল ডিবেটিং সোসাইটির উপদেষ্টা অধ্যাপক ড. আব্দুল কাদির এবং সংগঠনের সাবেক সভাপতি আলী আরমান ও নাজমুস সাকিব এ তিন সদস্যের আংশিক কমিটির অনুমোদন দেন। শর্ত হিসেবে শিগগিরই পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।
সায়েম আহমেদ বলেন, "ইসলামী বিশ্ববিদ্যালয়ে বিতর্কের ক্ষেত্রকে সমৃদ্ধ করতে বেশ কিছু পরিবর্তন ও উন্নতির প্রয়োজন রয়েছে। শেখ রাসেল হল ডিবেটিং সোসাইটিকে জাতীয় পর্যায়ে সাফল্যের পথে এগিয়ে নিয়ে যেতে কাজ করব। এক্ষেত্রে সংগঠনের সকল সদস্য ও বিতার্কিকদের সহযোগিতা কামনা করছি।"
অনিন্দ্য সাহা বলেন, "শেখ রাসেল হল ডিবেটিং সোসাইটির সভাপতি হিসেবে দায়িত্ব পাওয়া আমার জন্য অত্যন্ত আনন্দের। দীর্ঘদিন বিতর্কের সঙ্গে থাকার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বিতর্কের মানোন্নয়ন, জাতীয় পর্যায়ে অংশগ্রহণ, এবং বিতার্কিকদের সমস্যা সমাধানে কাজ করব। আমরা সেন্ট্রাল বিতর্ক সংগঠনের উন্নয়নেও কাজ করতে চাই এবং নতুন বিতার্কিকদের জন্য সুযোগ তৈরিতে উদ্যোগী হব।"
আরও পড়ুনঃ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব ব্রাহ্মণপাড়ার আনুষ্ঠানিক যাত্রা শুরু
তিনি আরও বলেন, "বিতর্ক জগতের মেধাবী মানুষদের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে আমি গর্বিত। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি শক্তিশালী ভিত্তি তৈরি করতে আমাদের সবার একত্রিত প্রচেষ্টা প্রয়োজন।"
নতুন কমিটি শেখ রাসেল হল ডিবেটিং সোসাইটিকে জাতীয় পর্যায়ে উন্নীত করতে এবং বিশ্ববিদ্যালয়ের বিতর্ক সংস্কৃতিতে ইতিবাচক পরিবর্তন আনতে কাজ করবে। একইসঙ্গে নতুন বিতার্কিকদের দক্ষতা বৃদ্ধি এবং বিশ্ববিদ্যালয়ের সুনাম বৃদ্ধিতে অবদান রাখার লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম পরিচালনার পরিকল্পনা করছে।