spot_img

― Advertisement ―

spot_img

বশেমুরবিপ্রবির ছাত্রলীগ কর্মী গ্রেফতার: জুলাই আন্দোলনে হামলার অভিযোগ

মোঃ শাকিল শাহরিয়ার, বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) ছাত্রলীগ কর্মী মো. রানা বাবুকে গ্রেফতার করেছে পুলিশ। জুলাই...
প্রচ্ছদশিক্ষা ও শিক্ষাঙ্গনক্যাম্পাসবশেমুরবিপ্রবিতে দুদকের অভিযান, মিলছে নানা অনিয়ম

বশেমুরবিপ্রবিতে দুদকের অভিযান, মিলছে নানা অনিয়ম

মোঃ শাকিল শাহরিয়ার, বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) দুর্নীতির অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

গত রবিবার (১৩ জানুয়ারি) সকাল ১১টায় দুদকের জেলা পরিচালক মো. মশিউর রহমানের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। অভিযানে অনিয়মের প্রমাণ মিলেছে বলে জানিয়েছে দুদক।

অভিযানের সময় সহকারী পরিচালক বিজন কুমার রায়, সোহরাব হোসেন সোহেলসহ দুদকের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দুদকের জেলা উপ-পরিচালক মো. মশিউর রহমান জানান, বিশ্ববিদ্যালয়ে সার্টিফিকেটে নিম্নমানের কাগজ সরবরাহ, কোটি টাকার ব্যয়ে নির্মিত পানি শোধনাগার অব্যবহৃত রাখা, আসবাবপত্র ক্রয়ে অনিয়ম এবং সেগুলো বাইরে ফেলে রাখা, ৩২ বছর বয়সে চাকরি প্রদানসহ একাধিক অনিয়মের সত্যতা মিলেছে।

এছাড়া, কর্মকর্তাদের আত্মীয়স্বজনের নামে ট্রেড লাইসেন্স নিয়ে টেন্ডার বাণিজ্যের অভিযোগ রয়েছে। নজরুল ইসলাম হিরা এবং তুহিন মাহমুদের বিরুদ্ধে কোটি কোটি টাকার আসবাবপত্র ক্রয়সহ প্ল্যানিং সংক্রান্ত দুর্নীতির প্রমাণ পাওয়া গেছে।

আরও পড়ুনঃ গ্রাম-বাংলার পিঠাপুলির ঐতিহ্য রক্ষায় ইবিতে রক্তিমার পিঠা উৎসব

মশিউর রহমান আরও জানান, অভিযানে পাওয়া ফাইল ও কাগজপত্র যাচাই-বাছাই শেষে উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন দাখিল করা হবে। দু-একটি বিষয়ের ওপর মামলার প্রস্তাবনা দেওয়ার কথাও জানান তিনি। উর্ধ্বতন কর্মকর্তাদের সিদ্ধান্ত অনুযায়ী মামলা দায়েরসহ পরবর্তী কার্যক্রম পরিচালিত হবে।

দুদকের এই অভিযান ঘিরে বিশ্ববিদ্যালয়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। শিক্ষার্থী ও কর্মকর্তাদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে সংশ্লিষ্টরা।