মোঃ শাকিল শাহরিয়ার, বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) ছাত্রলীগ কর্মী মো. রানা বাবুকে গ্রেফতার করেছে পুলিশ। জুলাই ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িত থাকা এবং ক্যাম্পাস অস্থিতিশীল করার পরিকল্পনার অভিযোগে তাকে আটক করা হয়েছে। গ্রেফতারকৃত বাবু বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী।
জানা যায়, মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে, জুলাই ছাত্র আন্দোলনের সময় তিনি আন্দোলনকারীদের ওপর হামলা পরিচালনা করেছিলেন এবং শিক্ষার্থীদের আন্দোলনে বাধা দিয়েছিলেন।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বিষয়ে বলেন, “জুলাই ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িত থাকা এবং ক্যাম্পাস অস্থিতিশীল করার পরিকল্পনার অভিযোগে রানা বাবুকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।”
আরও পড়ুনঃ স্কুলছাত্র শামীমের বিমান তৈরির ঘটনায় আলোড়ন, ফুলবাড়ীর গর্ব
উল্লেখ্য, জুলাই ছাত্র আন্দোলন ছিল ক্যাম্পাসে দীর্ঘমেয়াদি বৈষম্যবিরোধী আন্দোলন। আন্দোলন চলাকালে কিছু ছাত্রলীগ কর্মীর বিরুদ্ধে শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ ওঠে। এরই ধারাবাহিকতায় অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসন পদক্ষেপ নিচ্ছে।
গ্রেফতার সংক্রান্ত ঘটনায় ক্যাম্পাসজুড়ে আলোচনার সৃষ্টি হয়েছে। শিক্ষার্থীরা এ ঘটনার যথাযথ তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর শাস্তি দাবি করেছেন।