তানিম তানভীর, ইবি প্রতিনিধিঃ ‘জুলাই এর প্রেরণা, দিতে হবে ঘোষণা’ এই স্লোগানে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে ঝাল চত্বর থেকে শুরু করে বটতলা, ডায়না চত্বরসহ বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে সংগঠনটি।
লিফলেটের মাধ্যমে সংগঠনটি জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের গুরুত্ব তুলে ধরে এবং গণঅভ্যুত্থানে আওয়ামী খুনি ও তাদের সহযোগীদের বিচারের অঙ্গীকারসহ ৭ দফা দাবি অন্তর্ভুক্তির আহ্বান জানায়।
সহ-সমন্বয়ক নাহিদ ইসলাম বলেন, “জুলাই বিপ্লব পরবর্তী আমরা একটি ঘোষণাপত্র চেয়েছিলাম, যা সরকার জারি করার দায়িত্ব নিয়েছিল। কিন্তু এখনো আমরা এ বিষয়ে কোনো অগ্রগতি দেখতে পাচ্ছি না। এই ঘোষণাপত্র জুলাই বিপ্লবের আদর্শ রক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আমরা সচেতনতা তৈরির লক্ষ্যে এই কার্যক্রম চালাচ্ছি।”
প্রধান সমন্বয়ক এস এম সুইট বলেন, “একটি বিপ্লবের পরে প্রায় ছয় মাস পেরিয়ে গেছে, কিন্তু এখনো আমরা জনআকাঙ্ক্ষার প্রতিফলন দেখতে পাইনি। ঘোষণাপত্র না আসা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব। আমরা ১৫ জানুয়ারির মধ্যে ঘোষণাপত্র জারির আল্টিমেটাম দিয়েছি। যদি তা না করা হয়, তবে আমরা আরও বড় পরিসরে কার্যক্রম পরিচালনা করবো।”
আরও পড়ুনঃ বশেমুরবিপ্রবির ছাত্রলীগ কর্মী গ্রেফতার: জুলাই আন্দোলনে হামলার অভিযোগ
গণসংযোগ ও লিফলেট বিতরণ কার্যক্রমে অংশ নেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়ক এস এম সুইট, সহ-সমন্বয়ক নাহিদ ইসলাম, গোলাম রব্বানী, ইয়াসিরুল কবীর সৌরভ, তানভীর মণ্ডলসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সংগঠনটি জানায়, বিশ্ববিদ্যালয়ের বাইরেও একই ধরণের গণসংযোগ ও লিফলেট বিতরণ কার্যক্রম পরিচালনা করবে। তারা ঘোষণাপত্র জারি না হওয়া পর্যন্ত এ আন্দোলন চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছে।