মোঃ মুজাহিদুল ইসলাম, রাজশাহী কলেজ প্রতিনিধিঃ রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির (আরসিআরইউ) ২০২৫ সালের কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন স্থানীয় দৈনিক রাজশাহী সংবাদ-এর নিজস্ব প্রতিবেদক ও খবর সংযোগ-এর রাজশাহী প্রতিনিধি আবু সাঈদ রনি। সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন দ্যা ডেইলি ক্যাম্পাস-এর কলেজ প্রতিনিধি আব্দুল আলিম।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকালে রাজশাহী কলেজের হাজী মোহাম্মদ মহসিন ভবনে আরসিআরইউ কার্যালয়ে বিদায়ী সভাপতি আব্দুল হাকিমের সভাপতিত্বে বার্ষিক সাধারণ সভায় এ কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত ১১ সদস্যবিশিষ্ট কমিটির অন্যরা হলেন, সহ-সভাপতি: আফসানা মিমি (নিউজ নাউ) এবং সুজন হোসেন (নবরূপ টিভি), সাংগঠনিক সম্পাদক: জুল ইকরাম ফেরদৌস ইবতেদা (দৈনিক সানশাইন), দপ্তর সম্পাদক: মো. শাহাদাত হোসেন (রাজশাহী পোস্ট), অর্থ সম্পাদক: ইব্রাহিম মিয়া (প্রজন্ম নিউজ ও খোলা দর্পণ)
প্রশিক্ষণ ও প্রকাশনা সম্পাদক: আল সাকিব (ব্রেকিং নিউজ ও খোলা দর্পণ), নির্বাহী সদস্য: মুজাহিদুল ইসলাম (আরসি বার্তা ও আলোকিত দর্পণ), ফারহানা ইয়াসমিন ছন্দা (আরসি বার্তা ও দেশচিত্র), ফারজানা ইসলাম মিতু (রাইজিং বিডি)।
সাধারণ সভায় ইউনিটির উপদেষ্টা আজমত আলী, ড. সৈয়দ আলী আহসান, মোস্তাফিজুর রহমান, সাবেক সভাপতি শামসুন্নাহার সুইটি, মাহাবুল ইসলাম এবং সাবেক যুগ্ম সম্পাদক হাদিসুর রহমান উপস্থিত ছিলেন।
নতুন কমিটিকে অভিনন্দন জানিয়েছেন রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মু. যহুর আলী, উপাধ্যক্ষ প্রফেসর ড. মো. ইব্রাহিম আলী এবং শিক্ষক সম্পাদক প্রফেসর ড. মো. সেরাজ উদ্দীন।
আরও পড়ুনঃ ইবির ব্যতিক্রম সাহিত্য সাংস্কৃতিক জোটের নতুন কমিটি গঠন
এছাড়া বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু, রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ আলী ঈশা, জামায়াতের আমির ড. কেরামত আলী, বিএফইউজে’র সহকারী মহাসচিব ড. সাদিকুল ইসলাম স্বপন, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুল আউয়ালসহ বিভিন্ন সংগঠন ও রাজনৈতিক নেতৃবৃন্দ তাদের শুভেচ্ছা জানান।
রাজশাহী বিশ্ববিদ্যালয় ও মহানগরের বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন থেকেও নতুন কমিটিকে শুভেচ্ছা জানানো হয়েছে।
নবনির্বাচিত সভাপতি রনি এবং সাধারণ সম্পাদক আলিম নতুন কমিটিকে কার্যকরভাবে পরিচালনার পাশাপাশি তরুণ সাংবাদিকদের দক্ষতা উন্নয়নে কাজ করার আশাবাদ ব্যক্ত করেছেন।