spot_img

― Advertisement ―

spot_img

আবিদের বক্তব্য নিয়ে ইবি শিবির কর্মীদের ব্যাঙ্গাত্বক ভিডিও, সমালোচনার ঝড়

তানিম তানভীর, ইবি প্রতিনিধিঃ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ঢাকসু)'র ভিপি প্রার্থী আবিদুল ইসলামের উক্তি নিয়ে ব্যাঙ্গাত্বকভাবে উপস্থাপনের ভিডিও তৈরির ঘটনা ঘটেছে। ভিডিওটি সামাজিক...
প্রচ্ছদশিক্ষা ও শিক্ষাঙ্গনক্যাম্পাসইবিতে সংবাদপত্রে কলাম লেখার উপর কর্মশালা অনুষ্ঠিত

ইবিতে সংবাদপত্রে কলাম লেখার উপর কর্মশালা অনুষ্ঠিত

তানিম তানভীর, ইবি প্রতিনিধিঃ ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সংবাদপত্রে কলাম লেখার কৌশল নিয়ে একটি বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকাল সাড়ে দশটায় ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি ভবনের ১৪০ নং কক্ষে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের ইবি শাখার আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় সভাপতিত্ব করেন শাখা সভাপতি খায়রুজ্জামান খান সানি। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের প্রভাষক বিল্লাল হোসেন এবং সংগঠনের প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আবদুল্লাহ আল মুনাইম। এছাড়া কেন্দ্রীয় দপ্তর সম্পাদক রুখসানা খাতুন ইতি, শাখার সাবেক তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবদুল্লাহ আল মাহমুদ এবং ইবি শাখার সাধারণ সম্পাদক আশিকুর রহমানসহ সংগঠনের প্রায় দেড় শতাধিক সদস্য উপস্থিত ছিলেন।

কর্মশালার শুরুতে শাখার সাধারণ সম্পাদক আশিকুর রহমান স্বাগত বক্তব্য দেন। তিনি বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের প্রতিষ্ঠার ইতিহাস, ইবি শাখার সাফল্য এবং লেখালেখিতে আগ্রহী হওয়ার জন্য অংশগ্রহণকারীদের অনুপ্রাণিত করেন। কর্মশালায় ইমেইল ব্যবহারের প্রাথমিক ধারণা প্রদান করেন শাখার সহ-সভাপতি রুহুল আমিন। এছাড়াও অংশগ্রহণকারীদের মাঝে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়, যা কর্মশালাকে আরও প্রাণবন্ত করে তোলে।

শাখা সভাপতি খায়রুজ্জামান খান সানি বলেন, “বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা প্রতিবারই ভিন্নধর্মী আয়োজনের মাধ্যমে সদস্যদের উৎসাহিত করে আসছে। আমরা বিশ্বাস করি, নতুন লেখকদের হাত ধরে এই সংগঠন আরও এগিয়ে যাবে, এবং তাদের লেখনীর যাত্রা দীর্ঘস্থায়ী হবে।”

আরও পড়ুনঃ শেখ পরিবারের দুর্নীতির অভিযোগ: টিউলিপের রাজনৈতিক পতন ও শেখ পরিবারের বিতর্কিত অধ্যায়

বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, ইবি শাখা তরুণদের মাঝে লেখালেখির প্রতি আগ্রহ জাগিয়ে তোলার পাশাপাশি সমাজসেবা এবং সংস্কারমূলক কাজে অংশ নিয়ে থাকে। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি অসহায় ও দুঃস্থ মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি কলমযুদ্ধের মাধ্যমে সমাজের বিভিন্ন সমস্যা সমাধানে ভূমিকা রেখে আসছে।

২০১৯ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে সংগঠনটি দেশের ১৯টি শাখার মধ্যে ধারাবাহিকভাবে পাঁচবার ‘বর্ষসেরা শাখা’ নির্বাচিত হয়েছে। ইবি শাখার এই অর্জন তাদের নিরলস প্রচেষ্টার সাক্ষী।

উল্লেখ্য, এই কর্মশালার মাধ্যমে সংগঠনটি তরুণ লেখকদের আরও বেশি উৎসাহী করে তুলতে সক্ষম হয়েছে এবং তাদের দক্ষতা বিকাশের নতুন দ্বার উন্মোচন করেছে।