spot_img

― Advertisement ―

spot_img

আবিদের উক্তি নিয়ে ব্যঙ্গ, ক্ষমা চেয়ে ব্যাখা দিলেন পোস্টকারীরা

তানিম তানভীর, ইবি প্রতিনিধিঃ ডাকসুর ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী আবিদুল ইসলামের জুলাই আন্দোলনে বলা ‘প্লিজ, কেউ কাউকে ছেড়ে যায়েন না’ অংশটি নিয়ে ব্যঙ্গ করার...
প্রচ্ছদশিক্ষা ও শিক্ষাঙ্গনক্যাম্পাসইবিতে সাবেক ছাত্রলীগ নেতাকে মারধর

ইবিতে সাবেক ছাত্রলীগ নেতাকে মারধর

তানিম তানভীর, ইবি প্রতিনিধিঃ ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) পরীক্ষা দিতে এসে শাখার সাবেক এক ছাত্রলীগ নেতাকে মারধরের শিকার হতে হয়েছে। রোববার (১৯ জানুয়ারি) দুপুর বারোটার দিকে ক্যাম্পাসের আমতলায় এ ঘটনা ঘটে। তবে কারা এই হামলা চালিয়েছে, তা শনাক্ত করতে পারেননি ভুক্তভোগী নেতা।

ভুক্তভোগী রাসেল জোয়ার্দার বিশ্ববিদ্যালয়ের আরবি ভাষা ও সাহিত্য বিভাগের সাবেক শিক্ষার্থী এবং শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক।

রাসেল জোয়ার্দার জানান, দুপুরে ব্যাচেলর অফ এডুকেশন (বি.এড.) পরীক্ষার ডেমো ক্লাস শেষে আমতলায় অবস্থান করছিলেন তিনি। এ সময় দুইজন অচেনা ছেলে তার নাম জানতে চায়। একজন বলে ওঠে, “ও ছাত্রলীগের সাবেক নেতা, ওরে ধর।” এরপর তাদের সঙ্গে তর্কাতর্কি শুরু হয় এবং একপর্যায়ে তারা রাসেলকে ঘিরে প্লাস্টিকের চেয়ার দিয়ে আঘাত করতে থাকে। এতে তার হাত ও পায়ে আঘাত লাগে এবং রক্তক্ষরণ হয়।

রাসেল বলেন, “তারা আমাকে ঘিরে ধরে মারধর শুরু করে। তাদের বয়স কম, মনে হলো প্রথম বা দ্বিতীয় বর্ষের ছাত্র হতে পারে। তাদের কেউকে আমি চিনতে পারিনি।”

হামলার একপর্যায়ে রাসেলের সহকর্মী ও শিক্ষকদের সহায়তায় তিনি ঘটনাস্থল থেকে দৌঁড়ে প্রশাসন ভবনের সামনে চলে আসেন। সেখানে এক শিক্ষক ভ্যানে উঠিয়ে তাকে নিরাপদে ক্যাম্পাস থেকে বের হতে সাহায্য করেন।

আরও পড়ুনঃ রাজশাহীতে ভোটার তালিকা হালনাগাদের কার্যক্রম শুরু, চলবে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত

প্রসঙ্গত, ২০২৩ সালের ১৭ সেপ্টেম্বর রাসেল জোয়ার্দারের নেতৃত্বে তৎকালীন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালামের কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ রয়েছে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে রাসেলসহ অজ্ঞাত ১৫-২০ জনের বিরুদ্ধে মামলা করা হয়। মামলাটি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান ইবি থানায় দায়ের করেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এখনও কোনো বক্তব্য পাওয়া যায়নি।