spot_img

― Advertisement ―

spot_img

খুবিতে কর্মদক্ষতায় উজ্জ্বল ৫ কর্মচারী পেলেন প্রেষণামূলক প্রণোদনা

সায়মা আনান প্রমি, খুবি প্রতিনিধিঃ খুলনা বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের কর্মদক্ষতা ও কাজের মান মূল্যায়নের ভিত্তিতে নির্বাচিত ৫ জনকে প্রেষণামূলক প্রণোদনা প্রদান করা হয়েছে।বৃহস্পতিবার (১৪...
প্রচ্ছদশিক্ষা ও শিক্ষাঙ্গনক্যাম্পাসখুলনায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে প্রকাশ্যে গুলি করে হত্যা

খুলনায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে প্রকাশ্যে গুলি করে হত্যা

সায়মা আনান প্রমি, খুবি প্রতিনিধিঃ খুলনায় দুর্বৃত্তদের প্রকাশ্যে গুলিতে অর্ণব কুমার সরকার (২৭) নামে খুলনা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে নগরীর শেখপাড়া তেঁতুলতলা মোড় এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

অর্ণব নগরীর বসুপাড়া এলাকার বাসিন্দা নিতিশ কুমার সরকারের ছেলে এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসনে স্নাতকোত্তর (এমবিএ) শিক্ষার্থী।

স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, অর্ণব ময়লাপোতা থেকে শিববাড়ি যাওয়ার পথে মোটরসাইকেলের একটি বহর থেকে তাকে লক্ষ্য করে গুলি করা হয়। গুলিবিদ্ধ অবস্থায় তিনি মোটরসাইকেল থেকে পড়ে যান। আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা তাকে দ্রুত খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। তবে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) এডিসি (মিডিয়া) মোহাম্মদ আহসান হাবীব জানান, রাত সোয়া ৯টার দিকে তেঁতুলতলা মোড় এলাকায় এ ঘটনা ঘটে। গুলি তার মাথায় আঘাত করে। পুলিশের পক্ষ থেকে তদন্ত কার্যক্রম শুরু হয়েছে এবং হত্যার পেছনে সম্ভাব্য কারণ উদঘাটনের চেষ্টা চলছে।

খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মো. নাজমুস সাদাত জানান, অর্ণবের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। তিনি বিশ্ববিদ্যালয়ের একজন মেধাবী শিক্ষার্থী ছিলেন।

আরও পড়ুনঃ নরসিংদীতে উদ্ধার হওয়া বস্তাবন্দি লাশের হত্যার কারণ উদঘাটন, গ্রেপ্তার ২

ঘটনার পরিপ্রেক্ষিতে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে। স্থানীয়দের সহযোগিতা নিয়ে হত্যার কারণ উদঘাটনের চেষ্টা অব্যাহত রয়েছে।

প্রকাশ্যে গুলি করে হত্যার এ ঘটনা স্থানীয়দের মধ্যে ভীতি সৃষ্টি করেছে। নগরবাসী এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে দ্রুত দোষীদের গ্রেপ্তার ও শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছেন।