তানিম তানভীর, ইবি প্রতিনিধিঃ গ্লোবাল নেটওয়ার্ক অব বাংলাদেশি বায়োটেকনোলজিস্টস (জিএনওবিবি) ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার উদ্যোগে কুষ্টিয়ায় অনুষ্ঠিত হয়েছে বিজ্ঞানভিত্তিক কার্যক্রম ‘বায়োটেক স্কুলিং’।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত কুষ্টিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে স্কুল শিক্ষার্থীদের জন্য বিভিন্ন বিজ্ঞানভিত্তিক প্রদর্শনী আয়োজন করা হয়। এতে ব্যাকটেরিয়া, ভাইরাস, অ্যামিবা ও অন্যান্য অনুজীবের মডেল উপস্থাপন, অণুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে অণুজীব পর্যবেক্ষণ, টিস্যু কালচারসহ জীবপ্রযুক্তি সম্পর্কিত বিষয়গুলোর প্রদর্শন করা হয়। এরপর অ্যান্টিবায়োটিক ব্যবহারে সচেতনতা, জিন ক্লোনিং, টিস্যু কালচার, মাটিবিহীন চাষাবাদ ব্যবস্থা ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে পোস্টার প্রদর্শন করা হয়।
পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে জীবপ্রযুক্তি বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়, যেখানে প্রায় তিন শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় প্রথম তিনজনকে সার্টিফিকেট ও ক্রেস্ট প্রদান করা হয়। এ ছাড়া শীর্ষ ৪০ জনকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের বিশেষায়িত গবেষণাগার পরিদর্শনের জন্য মনোনীত করা হয়।
অনুষ্ঠানে সংগঠনটির ইবি শাখার সভাপতি আবু রেজার সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন অধ্যাপক ড. রেজুয়ানুল ইসলাম। প্রধান আলোচক ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য ও একই বিভাগের অধ্যাপক ড. আবু হেনা মোস্তফা জামাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মোহাম্মদ মিন্নাতুল করিম।
আরও পড়ুনঃ সমন্বয়ক আখ্যা দিয়ে গোপালগঞ্জে শিক্ষার্থীদের উপর হামলা
প্রধান আলোচক অধ্যাপক ড. আবু হেনা মোস্তফা জামাল বায়োটেকনোলজি এবং এর ব্যবহার সম্পর্কে শিক্ষার্থীদের জন্য স্লাইড উপস্থাপন করেন।
প্রধান অতিথি অধ্যাপক ড. রেজুয়ানুল ইসলাম শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, "তোমরা জীবনে যেটাই করো না কেন, বিজ্ঞান অবশ্যই জানতে হবে। সকালে ঘুম থেকে উঠে রাতে ঘুমাতে যাওয়া পর্যন্ত সকল ক্ষেত্রে বিজ্ঞান আমাদের জীবনে ওতপ্রোতভাবে জড়িত।"
অনুষ্ঠানের আয়োজকরা জানান, ভবিষ্যতে এ ধরনের বিজ্ঞানভিত্তিক কার্যক্রম আরও সম্প্রসারিত করা হবে, যাতে শিক্ষার্থীরা হাতে-কলমে বিজ্ঞানচর্চার সুযোগ পায়।