spot_img

― Advertisement ―

spot_img

‘জুলাই আন্দোলনে নারী’ কর্মসূচিতে উপেক্ষিত জাবির আন্দোলনকারী নারীরা

মোঃ আবু বকর সিদ্দিক, জাবি প্রতিনিধিঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সংস্কৃতি সংগঠনগুলোর সমন্বিত প্ল্যাটফর্ম সাংস্কৃতিক জোটের আয়োজনে ‘জুলাই আন্দোলনে নারী’ শীর্ষক চিত্র প্রদর্শনীতে উপেক্ষিতই রয়ে...
প্রচ্ছদশিক্ষা ও শিক্ষাঙ্গনক্যাম্পাসজাবির ভর্তিচ্ছু শিক্ষার্থীদের আস্থার নাম 'রাজশাহী জেলা ছাত্রকল্যাণ সমিতি'

জাবির ভর্তিচ্ছু শিক্ষার্থীদের আস্থার নাম ‘রাজশাহী জেলা ছাত্রকল্যাণ সমিতি’

মোঃ আবু বকর সিদ্দিক, জাবি প্রতিনিধিঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষায় অংশ নেওয়া রাজশাহীর শিক্ষার্থীদের জন্য এক নির্ভরতার নাম হয়ে উঠেছে রাজশাহী জেলা ছাত্রকল্যাণ সমিতি।

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠ সংলগ্ন বিএনসিসি অফিসের পাশে স্থাপিত সহায়তা কেন্দ্রের মাধ্যমে পরীক্ষার্থীদের ফোন, মানিব্যাগ, ঘড়ি ও অন্যান্য মূল্যবান সামগ্রী সংরক্ষণ, সুপেয় পানির ব্যবস্থা, পরীক্ষা কেন্দ্র সম্পর্কে দিকনির্দেশনা প্রদান এবং পরীক্ষাকেন্দ্রে পৌঁছানোর সহায়তা দেওয়া হচ্ছে। অভিভাবকদের জন্যও বিশ্রামের ব্যবস্থা করেছে সংগঠনটি।

রাজশাহীর মোহনপুর থেকে ভর্তি পরীক্ষা দিতে আসা নিলয় আলমগীর বলেন, “আমি প্রথমবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এসেছি, তাই পরীক্ষাকেন্দ্র সম্পর্কে কোনো ধারণা ছিল না। রাজশাহী জেলা ছাত্রকল্যাণ সমিতির সহায়তা কেন্দ্রে যোগাযোগ করলে তারা আমাকে পরীক্ষাকেন্দ্রে পৌঁছানোর ব্যবস্থা করে দেয় এবং বিশ্রামের সুযোগও দেয়, যা আমার জন্য খুবই সহায়ক হয়েছে।”

রাজশাহী জেলা ছাত্রকল্যাণ সমিতির সভাপতি মোহাম্মদ আলী শান্ত বলেন, “আমরা সবসময় রাজশাহীর শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে আসছি। প্রতিবছর ভর্তি পরীক্ষার সময় টেন্ট স্থাপন করে পরীক্ষার্থীদের সহায়তা প্রদান করি। এবারও আমরা নিরবচ্ছিন্নভাবে এই সেবা দিচ্ছি এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।”

আরও পড়ুনঃ আমতলীতে বাস-মাহেন্দ্র-মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ৬

সংগঠনের সাধারণ সম্পাদক তুহিন উদ্দিন বলেন, “আমাদের লক্ষ্য, রাজশাহীর শিক্ষার্থীরা যেন কোনো অসুবিধার সম্মুখীন না হয়। তথ্য প্রদান, আবাসন সহায়তা ও দিকনির্দেশনার মাধ্যমে আমরা তাদের পাশে থাকছি। এছাড়া, যারা নিজেদের সময় ও শ্রম দিয়ে এই উদ্যোগকে সফল করতে কাজ করছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।”

উল্লেখ্য, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা ৯ ফেব্রুয়ারি শুরু হয়েছে এবং চলবে ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত।