spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদশিক্ষা ও শিক্ষাঙ্গনক্যাম্পাসকুয়েটে শিক্ষার্থীদের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে ইবিতে বিক্ষোভ

কুয়েটে শিক্ষার্থীদের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে ইবিতে বিক্ষোভ

তানিম তানভীর, ইবি প্রতিনিধিঃ খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) শিক্ষার্থীদের ওপর যুবদল ও ছাত্রদলের হামলার ঘটনায় বিক্ষোভ করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাত নয়টায় ক্যাম্পাসের জিয়া মোড় থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

বিক্ষোভে ইবির সমন্বয়ক এস এম সুইটসহ অন্যান্য সহ-সমন্বয়ক ও বিভিন্ন বিভাগের দুইশতাধিক শিক্ষার্থী অংশ নেন।

মিছিল পরবর্তী সমাবেশে শিক্ষার্থীরা কুয়েটে শিক্ষার্থীদের ওপর হামলার তীব্র নিন্দা জানান এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি করেন। বক্তারা বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে সহিংসতা কোনোভাবেই কাম্য নয় এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা না ঘটে।

আরও পড়ুনঃ খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দলের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত

শিক্ষার্থীরা আরও বলেন, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলো মুক্ত চিন্তার জায়গা হওয়া উচিত। এখানে রাজনৈতিক সন্ত্রাসের কোনো স্থান নেই। তাই দ্রুত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।

বিক্ষোভ সমাবেশ শেষে শিক্ষার্থীরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে একটি স্মারকলিপি জমা দেওয়ার ঘোষণাও দেন।