spot_img

― Advertisement ―

spot_img

আবিদের উক্তি নিয়ে ব্যঙ্গ, ক্ষমা চেয়ে ব্যাখা দিলেন পোস্টকারীরা

তানিম তানভীর, ইবি প্রতিনিধিঃ ডাকসুর ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী আবিদুল ইসলামের জুলাই আন্দোলনে বলা ‘প্লিজ, কেউ কাউকে ছেড়ে যায়েন না’ অংশটি নিয়ে ব্যঙ্গ করার...
প্রচ্ছদশিক্ষা ও শিক্ষাঙ্গনক্যাম্পাসধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবি ইবি শিক্ষার্থীদের

ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবি ইবি শিক্ষার্থীদের

তানিম তানভীর, ইবি প্রতিনিধিঃ দেশের বিভিন্ন স্থানে ধর্ষণ, শ্লীলতাহানি ও নারী নির্যাতনের ঘটনার প্রতিবাদে শাস্তির দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা।

শনিবার (২২ ফেব্রুয়ারি) দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয়ের বটতলা থেকে একটি প্রতিবাদ মিছিল বের হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটকের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

এসময় শিক্ষার্থীরা “একশন একশন, ডাইরেক্ট একশন”, “ধর্ষকদের বিরুদ্ধে, ডাইরেক্ট একশন”, “ধর্ষকদের ঠিকানা, এই বাংলায় হবে না”, “ধর্ষকদের আস্তানা, ভেঙে দাও গুড়িয়ে দাও”, “বিচার চাই, বিচার চাই, ধর্ষকদের বিচার চাই”, “জাস্টিস জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস”—এমন বিভিন্ন স্লোগানে মুখরিত করেন সমাবেশস্থল।

আরও পড়ুনঃ শিক্ষাঙ্গনকে অস্ত্রের ঝনঝনানি থেকে নিরাপদ রাখতে বইমেলাই সেরা মাধ্যম: ইবি প্রো-ভিসি

সমাবেশে শিক্ষার্থীরা বলেন, “১৯৭১-এর মুক্তিযুদ্ধ থেকে শুরু করে ১৯৯০-এর গণঅভ্যুত্থানে নারী-পুরুষ সবাই একসঙ্গে লড়াই করেছে। কিন্তু এখনো আমাদের মা-বোনেরা ধর্ষণ, শ্লীলতাহানি ও নির্যাতনের শিকার হচ্ছেন। অথচ দেশের আইন অনুযায়ী ধর্ষকদের ফাঁসি হওয়ার কথা থাকলেও অনেক ক্ষেত্রে ন্যায়বিচার নিশ্চিত হচ্ছে না। আমরা চাই, অবিলম্বে ধর্ষকদের গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। যদি অপরাধীদের যথাযথ বিচার করা না হয়, তাহলে আমরা আবারও দুর্বার আন্দোলন গড়ে তুলব।”

শিক্ষার্থীরা ধর্ষণ ও নারী নির্যাতন প্রতিরোধে কঠোর আইন প্রয়োগ ও বিচার ব্যবস্থার কার্যকারিতা নিশ্চিত করার আহ্বান জানান।