spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদশিক্ষা ও শিক্ষাঙ্গনক্যাম্পাসববি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ: আবাসিক শিক্ষার্থীদের জন্য উন্নয়ন পরিকল্পনার ঘোষণা

ববি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ: আবাসিক শিক্ষার্থীদের জন্য উন্নয়ন পরিকল্পনার ঘোষণা

ডালিয়া হালদার, ববি প্রতিনিধিঃ বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য ড. শুচিতা শরমিন গত রবিবার সন্ধ্যা ৭টায় তাপসী রাবেয়া বসরী হলের আবাসিক শিক্ষার্থীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন। এ সময় তিনি দেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন এবং হলের সার্বিক উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন।

উপাচার্য জানান, আগামী তিন মাসের মধ্যে হলের বিভিন্ন উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন করা হবে। এর মধ্যে রয়েছে রিডিং রুমে পর্যাপ্ত টেবিল ও চেয়ারের সংযোজন, অভ্যন্তরীণ সৌন্দর্যবর্ধনের মাধ্যমে পড়াশোনার উপযোগী পরিবেশ তৈরি, হলের পুকুর সংস্কার ও মাছ চাষের উদ্যোগ, লাইব্রেরি ও অফিসসহ পুরো হল এলাকায় সিসি ক্যামেরা স্থাপন, লোডশেডিং নিরসনে জেনারেটর সংযোজন, ছাদে কংক্রিটের পানির ট্যাংক এবং অজুখানা স্থাপন। তিনি আশ্বাস দেন, শিক্ষার্থীদের আবাসিক সুবিধা নিশ্চিত করতে হল প্রশাসন সর্বোচ্চ প্রচেষ্টা চালাবে।

হলের ভারপ্রাপ্ত প্রভোস্ট শারমিন আক্তার জানান, যোগদানের পর থেকেই শিক্ষার্থীদের দাবির ভিত্তিতে বেশ কিছু উদ্যোগ বাস্তবায়ন করা হয়েছে। এর মধ্যে রয়েছে টিভি ও পানির ফিল্টার স্থাপন, শীতকালীন খেলাধুলার আয়োজন, ফুল ও সবজি বাগান তৈরি।

আরও পড়ুনঃ অপরাধ বৃদ্ধির প্রতিবাদে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি ইলিয়াস কাঞ্চনের

এছাড়া শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য ও পড়াশোনার পরিবেশ উন্নত করতে আরও কিছু প্রকল্প পরিকল্পনাধীন রয়েছে। তিনি বলেন, শিক্ষার্থীদের প্রয়োজন অনুযায়ী ভবিষ্যতেও উন্নয়ন কার্যক্রম অব্যাহত থাকবে।