
মোছাঃ আল হুমায়রা জান্নাতি, বেরোবি প্রতিনিধিঃ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরের (বেরোবি) উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সিন্ডিকেট কক্ষে আয়োজিত এই সাক্ষাতে দুই দেশের উচ্চশিক্ষা ও গবেষণা ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার বিষয়ে আলোচনা হয়।
সাক্ষাৎ অনুষ্ঠানে পাকিস্তান হাইকমিশনারের নেতৃত্বে প্রতিনিধিদলকে স্বাগত জানান উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী। তিনি অতিথিদের বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম সম্পর্কে অবহিত করেন এবং শিক্ষাক্ষেত্রে আন্তর্জাতিক সংযোগ ও গবেষণায় যৌথ উদ্যোগ গ্রহণের বিষয়ে আগ্রহ প্রকাশ করেন। উপাচার্য বলেন, “বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম উন্নত ও সুষ্ঠু পরিবেশে পরিচালনার পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ে শিক্ষা ও গবেষণার বিনিময়কে গুরুত্ব দেওয়া হচ্ছে। এক্ষেত্রে যৌথ গবেষণা প্রকল্প, প্রকাশনা কার্যক্রম, একাডেমিক কর্মশালা ও শিক্ষামূলক বিনিময় কার্যক্রমের সুযোগ রয়েছে।”
মতবিনিময়কালে পাকিস্তান হাইকমিশনের রাজনৈতিক কাউন্সিলর কামরান দঙ্গল এবং বাণিজ্য ও বিনিয়োগ বিষয়ক অ্যাটাশে জাইন আজিজ উপস্থিত ছিলেন। হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ জানান, পাকিস্তানের উচ্চশিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানগুলোতে বাংলাদেশের শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীদের জন্য প্রায় ৩০০টি বৃত্তির ব্যবস্থা রয়েছে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্যও এই সুযোগ থাকবে বলে তিনি আশ্বাস দেন। উপাচার্য পাকিস্তানের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে একাডেমিক সংযোগ বৃদ্ধির বিষয়ে আগ্রহ প্রকাশ করলে হাইকমিশনার এ বিষয়ে সহযোগিতার আশ্বাস দেন।
আরও পড়ুনঃ তিন হাজার সূর্যমুখী ফুলে রাজশাহী কলেজে ভাষা শহিদদের স্মরণ
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন কলা অনুষদের ডিন প্রফেসর ড. শফিকুর রহমান, বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর কমলেশ চন্দ্র রায়, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর ড. মো. মিজানুর রহমান, জীব ও ভূ-বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. এমদাদুল হক, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর মো. ফেরদৌস রহমান, আইকিউএসি পরিচালক প্রফেসর ড. মো. তাজুল ইসলাম, রেজিস্ট্রার ড. মো. হারুন-অর-রশিদ, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মো. ইলিয়াছ প্রামাণিক, প্রক্টর ফেরদৌস রহমানসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তারা।
সাক্ষাৎ শেষে উপাচার্য পাকিস্তান হাইকমিশনের প্রতিনিধিদলকে স্মারক উপহার প্রদান করেন। পরে প্রতিনিধি দলটি রংপুরের মিঠাপুকুরে বেগম রোকেয়া স্মৃতি কেন্দ্র পরিদর্শন করেন।