তানিম তানভীর, ইবি প্রতিনিধিঃ ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন “বুনন” পথশিশু ও এতিমদের নিয়ে ইফতার আয়োজন করেছে। বৃহস্পতিবার (৫ মার্চ) পদমদী প্রতিবন্ধী এতিমখানায় অর্ধ শতাধিক সুবিধাবঞ্চিত শিশুর অংশগ্রহণে এ আয়োজন সম্পন্ন হয়।
ইফতার মাহফিলে সংগঠনটির সভাপতি সাজিয়া তাসনিম আপন, সাধারণ সম্পাদক শাহরিয়ার প্রিন্স, সাবেক সভাপতি নাহিদুর রহমান, সহ-সভাপতি জেবুন্নাহার জেবুসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
সাধারণ সম্পাদক শাহরিয়ার প্রিন্স বলেন, "আমাদের সংগঠন থেকে আমরা সবসময় সুবিধাবঞ্চিতদের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। সবাই দোয়া করবেন, যেন প্রতিবছর এভাবে তাদের সহায়তা করতে পারি। আজ শিশুদের সঙ্গে সময় কাটিয়ে মনে হলো যেনো আমরাও শৈশবে ফিরে গেছি।"
সাবেক সভাপতি নাহিদুর রহমান বলেন, "২০২০ সালে সাধারণ সদস্য হিসেবে প্রথমবার এই এতিমখানায় এসে শিশুদের সঙ্গে ইফতার করেছিলাম। পাঁচ বছর পর আবারও তাদের সঙ্গে ইফতার করতে পেরে আমি আনন্দিত। বুনন ভবিষ্যতেও সুবিধাবঞ্চিতদের পাশে থাকবে।"
আরও পড়ুনঃ ববির দর্শন বিভাগ ছাত্রকল্যাণ সমিতির নতুন নেতৃত্বে ইফতেখার-পিয়াল
সংগঠনটির বর্তমান সভাপতি সাজিয়া তাসনিম আপন বলেন, "আমরা সবসময় চেষ্টা করি সুবিধাবঞ্চিত শিশুদের পাশে থাকার। এভাবে তাদের জন্য কিছু করতে পারলে আমাদেরও ভালো লাগে। ভবিষ্যতে আরও বড় পরিসরে তাদের সহায়তা করার পরিকল্পনা রয়েছে।"
সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে বুনন প্রতিবছর বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এবারের ইফতার আয়োজনও তারই অংশ।