spot_img

― Advertisement ―

spot_img

উপাচার্যের আশ্বাসে অনশন ভাঙলেন বেরোবি শিক্ষার্থীরা

বেরোবি প্রতিনিধি: ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে আমরণ অনশন করা শিক্ষার্থীরা অবশেষে উপাচার্যের আশ্বাসে অনশন ভেঙেছেন।বুধবার (১৯ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে রংপুরের বেগম...
প্রচ্ছদশিক্ষা ও শিক্ষাঙ্গনক্যাম্পাসমাওলানা ভাসানী বিশ্ববিদ্যালয়ে জামালপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের ইফতার মাহফিল অনুষ্ঠিত

মাওলানা ভাসানী বিশ্ববিদ্যালয়ে জামালপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের ইফতার মাহফিল অনুষ্ঠিত

টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মাহে রমজানের প্রথম শিফটের ইফতার মাহফিলের আয়োজন করেছে জামালপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদ। গত ৬ মার্চ (বৃহস্পতিবার) বিশ্ববিদ্যালয়ের বহুমুখী ভবনের দ্বিতীয় তলায় এই আয়োজন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলার কৃতি সন্তান মো. রবিউল ইসলাম লিটন, সহযোগী অধ্যাপক, অর্থনীতি বিভাগ, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। তিনি বলেন, “পবিত্র মাহে রমজান আত্মশুদ্ধি, সংযম ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। জামালপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের এই উদ্যোগ প্রশংসনীয়। ইফতার মাহফিল কেবল একটি আনুষ্ঠানিকতা নয়, এটি পারস্পরিক সম্পর্ক ও সৌহার্দ্য আরও দৃঢ় করে। আশা করি, এই সংগঠন ভবিষ্যতেও শিক্ষার্থীদের কল্যাণে কাজ করবে।”

সভাপতির বক্তব্যে মো. আব্দুল্লাহ আল জুনায়েদ বলেন, “আমাদের সংগঠন শিক্ষার্থীদের কল্যাণে নিবেদিত। মাহে রমজান ত্যাগ ও সংযমের শিক্ষা দেয়, আর এই ইফতার আয়োজনের মাধ্যমে আমরা পারস্পরিক সহযোগিতা ও ভ্রাতৃত্ববোধের বার্তা পৌঁছে দিচ্ছি। ভবিষ্যতে আমরা আরও বৃহৎ পরিসরে কার্যক্রম পরিচালনা করতে চাই।”

আরও পড়ুনঃ আশুলিয়ায় ঝুট গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস

সেক্রেটারি মো. হারুন অর রশিদ বলেন, “জামালপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদ সবসময় শিক্ষার্থীদের স্বার্থে কাজ করে আসছে। এই ইফতার আয়োজন আমাদের ঐক্যের প্রতিফলন। মাহে রমজান সংযমের পাশাপাশি মানবিকতার শিক্ষাও দেয়। আমরা চাই, এই সংগঠন শিক্ষার্থীদের জন্য আরও বেশি কল্যাণমূলক কাজ করুক এবং সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তুলুক।”

আয়োজকরা জানিয়েছেন, ইফতার মাহফিলের দ্বিতীয় শিফট জামালপুর সদর উপজেলায় অনুষ্ঠিত হবে। বর্তমানে সংগঠনটির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন মো. আব্দুল্লাহ আল জুনায়েদ (ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স বিভাগ) এবং সেক্রেটারি হিসেবে রয়েছেন মো. হারুন অর রশিদ (রসায়ন বিভাগ)। মাভাবিপ্রবির উত্তর-পূর্ব বঙ্গের সর্ববৃহৎ ছাত্রসংগঠন হিসেবে পরিচিত এই এসোসিয়েশন দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে আসছে।