
মোঃ আবু বকর সিদ্দিক, জাবি প্রতিনিধিঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সংস্কৃতি সংগঠনগুলোর সমন্বিত প্ল্যাটফর্ম সাংস্কৃতিক জোটের আয়োজনে ‘জুলাই আন্দোলনে নারী’ শীর্ষক চিত্র প্রদর্শনীতে উপেক্ষিতই রয়ে গেলেন জাবির আন্দোলনকারী নারীরা।
শনিবার (৮ মার্চ) বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার সংলগ্ন ছবিচত্বর এলাকায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে আন্দোলনে নারীদের অংশগ্রহণের নানা চিত্র প্রদর্শিত হলেও সেখানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কোনো নারী আন্দোলনকারীর ছবি ছিল না। যদিও প্রদর্শনীতে আদ্রিতা রায়ের একটি ছবি সংযুক্ত করা হয়েছিল, তবে তিনি আন্দোলন চলাকালে জাবির শিক্ষার্থী ছিলেন না। পরে ৫৩ ব্যাচের শিক্ষার্থী হিসেবে তিনি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন।
সাংস্কৃতিক জোটের সভাপতি ফাইজা মেহজাবিন প্রিয়ন্তী বলেন, “দল-মত-বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষের মিলিত প্রচেষ্টার মাধ্যমেই আমরা জুলাই আন্দোলনের মুক্তি পেয়েছি। একাত্তরের রণাঙ্গন, ৬২’র শিক্ষা আন্দোলন কিংবা জুলাই আন্দোলন—সব জায়গাতেই নারীদের অবদান অনস্বীকার্য। তাদের বীরত্বপূর্ণ কাজের সম্মানে আমাদের এই কর্মসূচি।”
আরও পড়ুনঃ আগুনে পুড়ে নিঃস্ব হলেন রাজমিস্ত্রি জিসান
তিনি আরও বলেন, “নানান সীমাবদ্ধতার কারণে সবসময় সবকিছু করা সম্ভব হয়ে ওঠে না। আমরা স্বীকার করি, জাহাঙ্গীরনগরের আন্দোলনেও নারীরা সম্মুখসারিতে থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। আমাদের উচিত ছিল সেই চিত্রগুলো অন্তর্ভুক্ত করা। ভবিষ্যতে আমরা এ বিষয়ে সচেতন থাকবো। আদ্রিতা রায় এখন জাহাঙ্গীরনগরের শিক্ষার্থী হলেও আন্দোলনকালে তিনি ঢাকায় ফ্রন্ট লাইনে ছিলেন।”