
নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) নবনির্মিত কলা ভবনের উদ্বোধন করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম। সোমবার (১৭ মার্চ ২০২৫) দুপুরে আনুষ্ঠানিকভাবে ভবনটির উদ্বোধন করা হয়।
উদ্বোধনী বক্তব্যে উপাচার্য বলেন, “ভবনটি উদ্বোধনের মাধ্যমে দীর্ঘদিনের জায়গার সংকট অনেকাংশে পূরণ করা সম্ভব হলো। কলা ভবনটি চালুর ফলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে প্রাণচাঞ্চল্যতা বাড়বে এবং একাডেমিক কাজে গতিশীলতা অনেক বৃদ্ধি পাবে বলে আমি আশা করছি।”
এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী, কলা অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ ইমদাদুল হুদা, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. এ এইচ এম কামাল, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. বখতিয়ার উদ্দিন, চারুকলা অনুষদের ডিন প্রফেসর ড. তপন কুমার সরকার, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. মিজানুর রহমান, প্রক্টর ড. মো. মাহবুবুর রহমানসহ বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় ও দপ্তর প্রধানগণ, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষার্থীরা।
আরও পড়ুনঃ দৌলতদিয়া যৌনপল্লীর ‘সর্দারনী’ ঝুমুর ও তার স্বামী আটক
উদ্বোধনী অনুষ্ঠান শেষে বিশ্ববিদ্যালয়ের সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন মো. আনোয়ার হোসেন।
উল্লেখ্য, দশতলা বিশিষ্ট এই কলা ভবনটি বিশ্ববিদ্যালয়ের ভৌত অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় নির্মিত হয়েছে। প্রতিটি ফ্লোরে পাঁচটি করে ক্লাসরুমসহ আধুনিক সুযোগ-সুবিধা সংযুক্ত করা হয়েছে, যা একাডেমিক কার্যক্রমের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।